কৌশিক এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ের পুত্র উজান গঙ্গোপাধ্যায় যে কত বড় অভিনেতা, সেটা তিনি আগেই প্রমাণ করে দিয়েছেন সকলের সামনে। এবার বাবার দেখানো পথে পা রাখতে চলেছেন তিনি। পরিচালনা করতে চলেছেন আস্ত একটি ছবি।
তবে শুধু পরিচালনা করছেন তা নয়, নিজের ছবিতে অভিনয়ও করবেন তিনি। তবে এই ছবিতে রয়েছে আরও একটি বড় চমক। গায়িকা, রাপূর্ণা ভট্টাচার্য অভিনয় করতে চলেছেন উজানের সঙ্গে। যদিও রাপূর্ণার পরিচয় কিন্তু একেবারে অন্য।
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
রাপূর্ণা ভট্টাচার্য পরিচিত একজন গায়িকা হিসাবে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিতে গান গেয়ে ইতিমধ্যেই খ্যাতনামা হয়েছেন তিনি। শুধু তাই নয়, শিবপ্রসাদ এবং নন্দিতা পরিচালিত ‘রক্তবীজ ২’ ছবিতেও গেয়েছেন একটি প্রেমের গান, যা ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের।
উজান পরিচালিত এই ছবির নাম চূড়ান্ত না হলেও জানা গিয়েছে, খুব সম্ভবত ছবিটির নাম হতে চলেছে ‘কাতুকুতু বুড়ো’। প্রেম এবং কমেডি মিশ্রিত এই ছবিটি আগামী দিনের মানুষের নজর কাড়বে বলে বিশ্বাস পরিচালকের।
আরও পড়ুন: 'বহুদিন হল নিখোঁজ...', জন্মদিনে কাকে হারিয়ে চিন্তিত শ্রীলেখা?
আরও পড়ুন: শরৎচন্দ্রের ‘পথের দাবি’-র ছায়ায় সিনেমা নিয়ে আসছেন সৃজিত, প্রকাশ্যে মুক্তির তারিখ
প্রসঙ্গত, ২০১৮ সালে ‘রসগোল্লা’ ছবিতে নবীনচন্দ্র দাসের চরিত্রে অভিনয় করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন উজান। সহকারি পরিচালক হিসেবে কাজ করেছিলেন ‘নগর কীর্তন’ ছবিতেও। এরপর অভিনয় করেছিলেন ‘লক্ষ্মী ছেলে’ সিনেমায়, যার পরিচালক ছিলেন স্বয়ং কৌশিক গঙ্গোপাধ্যায়।
উজান আক্ষরিক অর্থেই একজন শিক্ষিত তারকা সন্তান। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে কলকাতায় ফিরে এসে ধাপে ধাপে শিখেছেন অভিনয় এবং পরিচালনার কাজ। কাজের মাধ্যমে তিনি বারবার ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন নিজের দক্ষতা।
অন্যদিকে রাপূর্ণা প্লেব্যাক সিঙ্গার হিসেবে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত। এবার উজানের পরিচালনায় একজন অভিনেত্রী হিসেবে নিজেকে কীভাবে তিনি তুলে ধরেন সেটাই এখন দেখার। তবে এই ছবিটি যে একেবারে অন্য স্বাদের ছবি হতে চলেছে, সেটা বলাই বাহুল্য।