বাংলা নিউজ > বায়োস্কোপ > Shovan-Sohini: ছায়া-য় রহস্যময়ী নারী, শোভনের সঙ্গে ‘চর্চিত প্রেমিকা’ সোহিনী নাকি অন্য কেউ?
পরবর্তী খবর
Shovan-Sohini: ছায়া-য় রহস্যময়ী নারী, শোভনের সঙ্গে ‘চর্চিত প্রেমিকা’ সোহিনী নাকি অন্য কেউ?
1 মিনিটে পড়ুন Updated: 01 Nov 2023, 09:02 AM ISTTulika Samadder
নীল শার্ট, কালো শর্টস পরে প্রকৃতির মাঝে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। তবে নেটিজেনদের নজর শোভনের ছবিতে থাকা রহস্যময়ী নারীতে। কে সেই নায়িকা?
শোভনের ছবিতে কি সোহিনীর ছায়া?
তারকাদের সামাজিক মাধ্যমে চোখ রাখলেই মাঝেমাঝে বেরিয়ে আসে তাঁদের গোপন কথা। অবশ্য কোনও তারকা আবার ব্যক্তিগত জীবনের আভাস দেন কিছুটা শখ করেই। রহস্য তৈরি করাও কিন্তু ভাইরাল হওয়ার নতুন পন্থা। ইনস্টাগ্রামে নিজের ৩টি ছবি শেয়ার করে নেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। তবে প্রথম ছবিতে কিন্তু টানটান রহস্য। ছায়ার ছবি তোলা হয়েছে। শোভনের পাশে এক রহস্যময়ী নারী।
নীল শার্ট, কালো শর্টস পরে প্রকৃতির মাঝে শোভন। যদিও নেট-নাগরিকদের নজর সেই রহস্যময়ী নারীতেই। অনেকেই জানতে চায়, এই কি শোভনের নতুন বান্ধবী?
মাসখানেক আগেই প্রেম ভেঙেছে শোভন আর স্বস্তিকার। কারণ কানে না আসলেও, টলিউডে কানাঘুষো চলতে থাকে তৃতীয় ব্যক্তির আগমনেই দূরে হয়েছিলেন তাঁরা। সেই তৃতীয় ব্যক্তি শোভনের এই বান্ধবীই নয় তো?
আপাতত খবর রয়েছে, শোভনের প্রেম জমেছে আপাতত সোহিনী সরকারের সঙ্গে। এই নায়িকারও বিচ্ছেদ হয়েছে সম্প্রতিই। রণজয় বিষ্ণুর সঙ্গে বিচ্ছেদের পর যিনি বর্তমান সিঙ্গেলে। আর এই দুজনই মন দিয়ে ফেলেছেন একে-অপরকে। বিশেষ করে তা সামনে আসে সোহিনীর জন্মদিনের পার্টিতে।