৩১ অগস্ট প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের জন্মদিন। এই একই দিনে জন্মদিন শ্রীলেখা মিত্র এবং অনির্বাণ চক্রবর্তীর। জন্মদিনের শেষ সময়ে এসে বন্ধু অনির্বাণকে ভালোবাসায় মোড়া শুভেচ্ছাবার্তা পাঠালেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় অনির্বাণের সঙ্গে একটি ছবি পোস্ট করে স্বস্তিকা লেখেন, ‘আজকে আমার ক্রাশের জন্মদিন। ফটো খুঁজতে গিয়ে দেখলাম এত বড় একটা ছবি করলাম এতদিন ধরে, একটাও ফটো তুলিনি। আসলে দেখতেই থেকেছি, ফটো বের করে ছবি তোলার কথা মনে ছিল না। এবার দেখা হলে আগে ছবি তুলব। আই লাভ ইউ অনির্বাণ চক্রবর্তী। তুমি একটা দারুণ মানুষ।’
আরও পড়ুন: নাম না করেই শ্বেতাকে তুলোধোনা মৌমিতার, সমাজমাধ্যমে কোন সত্যি তুলে ধরলেন তিনি?
আরও পড়ুন: এবার পুজোয় ফেলুদার সঙ্গে পাড়ি দিন কাঠমান্ডু, কোন ওটিটি-তে মুক্তি পাবে সিরিজটি?
সর্বদা অকপট স্বস্তিকা মুখোপাধ্যায় আগেও জানিয়েছিলেন, তিনি অনির্বাণ চক্রবর্তীর গুণমূগ্ধ ভক্ত। খুব সম্প্রতি জানা গিয়েছে, ‘বিবি পায়রা’ নামের একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে এই জুটিকে। শ্যুটিংয়ের কিছু মুহূর্ত তুলে ধরে স্বস্তিকা বলেছিলেন, ক্রাশকে দেখতে চেয়েছিলাম এতকিছু পেয়ে যাব ভাবতে পারিনি।
প্রসঙ্গত, অনির্বাণ চক্রবর্তী থেকে অনেক বেশি সময় ইন্ডাস্ট্রিতে কাটিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সব সময় হাসি খুশি এই অভিনেত্রী অকপটে নিজের মনের কথা বলতেই ভালোবাসেন। তাই বন্ধু তথা সহকর্মী অনির্বাণ চক্রবর্তীর প্রতি তাঁর মুগ্ধতা ব্যক্ত করতে দুবার ভাবেননি তিনি, আর এই কারণেই হয়তো তিনি স্বস্তিকা মুখোপাধ্যায়।
আরও পড়ুন: আয়ার হাতে নির্যাতিত কৃষভি, মায়েদের উদ্দেশ্যে বিশেষ বার্তা কাঞ্চন-শ্রীময়ীর
আরও পড়ুন: নতুন রূপে আত্মপ্রকাশ ঋতুপর্ণার, ফরাসি ভাষায় প্রকাশিত হবে তাঁর প্রথম কবিতার বই
অন্যদিকে অনির্বাণ আদ্যপ্রান্ত একজন মাটির মানুষ। ‘একেনবাবু’ চরিত্রে জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও তিনি মাটির কাছাকাছি থাকতেই ভালোবাসেন। তবে শুধু ‘একেনবাবু’ চরিত্রে নয়, ভিন্ন ভিন্ন চরিত্রেও অভিনয় করে বারবার মানুষের মন জয় করছেন তিনি। তিনি যে লম্বা আর রেসের ঘোড়া, সেটা ইতিমধ্যেই প্রমাণিত।