কিছুদিন আগে বাংলা ধারাবাহিকের অতি পরিচিত মুখ শ্বেতা ভট্টাচার্য একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি হাত কাটা পোশাক পরতে সচ্ছন্দ বোধ করেন না। এক পরিচালক তাঁকে হাত কাটা পোশাক পরতে বলায় তিনি বলেছিলেন, তিনি ট্যালেন্ট বেচতে এসেছেন শরীর নয়।
অভিনেত্রীর এই কথা ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তৈরি হয়ে যায় বিতর্ক। এরপরেই কাঠগড়ায় দাঁড় করানো হয় অভিনেত্রীকে। একের পর এক কটাক্ষ ধেয়ে আসে তাঁর দিকে। সম্প্রতি নাম না করে শ্বেতাকে একহাত দিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও।
এই বিতর্ক নিয়ে কথা বলতে গিয়ে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের সেট থেকে অভিনেত্রী বলেন, ‘আমি কখনও বলিনি, হাত কাটা ব্লাউজ পরা মানে শরীর বেচে দেওয়া। আজ থেকে ১৬ বছর আগে একটা ইভেন্টে, আমাকে একজন হাতকাটা ব্লাউজ পরতে বলেছিলেন। আমি মানা করায় তিনি আমাকে বলেছিলেন আমি কি করে ইন্ডাস্ট্রিতে কাজ করব। ইন্ডাস্ট্রিতে তো শরীর দেখাতেই হয়। আমি ওঁর উত্তরে বলেছিলাম, আমি এখানে শরীর বিক্রি করতে আসিনি ট্যালেন্ট বিক্রি করতে এসেছি।’
শ্বেতার এই সাক্ষাৎকারের পরেই এবার অভিনেত্রীর পাশে এসে দাঁড়ালেন মমতাশঙ্কর। সম্প্রতি এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বলেন, ‘শ্বেতার যদি হাত কাটা পোশাক পরতে পছন্দ না হয়, তার মানে এটা সত্যি যে ও এই পোশাকে স্বচ্ছন্দ বোধ করে না। অনেক সময় অনেক পোশাক পরলে যদি আমি অস্বস্তিতে ভুগি, তাহলে আমার মনটা অন্যদিকে চলে যাবে। সারাক্ষণ পোশাক ঠিক করতেই আমি ব্যস্ত থাকব, তাহলে কাজের ক্ষতি হয়ে যাবে।’
অভিনেত্রী আরও বলেন, ‘শ্বেতার যদি অস্বস্তি হয় তাহলে ও হাজার বার বলবে। অযথা কেন শরীর দেখিয়ে পোশাক পরবে, এখানে অন্যায় কোথায়? ওর যা ইচ্ছে সেটাই ও করবে। তবে আমার মনে হয় যদি কখনও চরিত্রের স্বার্থে সত্যিই যদি ওকে এই ধরনের পোশাক করতে হয় তাহলে মনে হয় না ও আপত্তি করবে। অকারনে কেউ এই ধরনের পোশাক পরতে বললে ও আপত্তি জানাবেই।’
সবশেষে অভিনেত্রী বলেন, ‘চিত্রনাট্যের কারণে ‘মৃগয়া’ ছবিতেও আমাকে ব্লাউজ ছাড়া খাটো শাড়ি পরতে হয়েছিল। সাঁওতাল রমণীর সাজে আমায় সাজতে হয়েছিল। তবে সেটা চরিত্র দাবি করেছিল। যেখানে প্রয়োজন নেই সেখানে কেন এই ধরনের পোশাক পরব?’
শ্বেতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে মমতাশঙ্কর বলেন, '২০১২ সাল থেকে ওর সঙ্গে কাজ করছি। ওকে খুব ভালো করে চিনি আমি। ভীষণ স্নেহ করি। আমার মনে হয় না কারও সঙ্গে ও অকারণে খারাপ ব্যবহার করবে। ওর সম্পর্কে যা রটছে, তার কোনও ভিত্তি নেই।