বাংলা নিউজ > বায়োস্কোপ > Subhashree-Raj: আট মাসের অন্তঃসত্ত্বা হয়েও এলাহি আয়োজন শুভশ্রীর, রাজের বাড়িতে বিজয়া সারতে হাজির কারা?
পরবর্তী খবর
Subhashree-Raj: আট মাসের অন্তঃসত্ত্বা হয়েও এলাহি আয়োজন শুভশ্রীর, রাজের বাড়িতে বিজয়া সারতে হাজির কারা?
1 মিনিটে পড়ুন Updated: 30 Oct 2023, 04:45 PM ISTSubhasmita Kanji
Subhashree-Raj: পুজোর পর এবার রাজ এবং টলিউডের একাধিক তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে মিলে বিজয়ার অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।
রাজ-শুভশ্রীর বাড়ি জমজমাট বিজয়ার আসরে
দেখতে দেখতে পুজো শেষ। এমনকি লক্ষ্মী পুজোও। আবারও এক বছরের অপেক্ষা। মা আসার দিন গোনা শুরু হয়ে গিয়েছে। বাড়িতে বাড়িতে চলছে বিজয়া সারার পর্ব। বাদ গেলেন টলি তারকারা। এদিন রাজ শুভশ্রী সহ একাধিক টলিউডের তাবড় তাবড় অভিনেতা, পরিচালকদের বিজয়া সম্মিলনী করতে দেখা গেল।
রাজ-শুভশ্রীর বিজয়া সম্মিলনী
কিছুদিন আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিজয়া সম্মিলনীতে দেখা গিয়েছিল রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। পুজোয় জমিয়ে আনন্দ করার পর বাদ দেননি বিজয়ার আনন্দটাও চেটেপুটে নিতে। এবার আবারও আরও একটি বিজয়া সম্মিলনীতে যোগ দিতে দেখা গেল তাঁদের।
এদিন শুভশ্রী গঙ্গোপাধ্যায় একটি ছবি পোস্ট করে লেখেন, 'আসছে বছর আবার হবে।' তাঁর সঙ্গে সেখানে টলিউডের এক ঝাঁক অভিনেতা পরিচালকদের দেখা যায়। রাজ শুভশ্রীর বাড়িতেই এদিন বসেছিল আড্ডার আসর। তাঁদের বাড়িতে এদিন অতিথি হয়ে এসেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, তাঁর স্ত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়, ছেলে উজান গঙ্গোপাধ্যায়। এছাড়াও ছিলেন কোয়েল মল্লিক এবং তাঁর স্বামী নিসপাল সিং রানে, অরিন্দম শীল, শাশ্বত চট্টোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা, প্রমুখ। বাদ যায়নি রাজ এবং শুভশ্রীর ছেলে ইউভান। এদিন তাঁকে তাঁর বাবার কোলে দেখা যায়।
পার্টি শেষে তাঁদের সকলকেই খোশমেজাজে ফ্রেমবন্দি হতে দেখা যায়। শাশ্বত চট্টোপাধ্যায় এদিন এই অনুষ্ঠানের ছবি পোস্ট করে রাজ এবং শুভশ্রীকে ধন্যবাদ জানান এত সুন্দর পার্টির জন্য।