প্যারিসে বিজনেস অফ ফ্যাশন (BoF) 500 গালা-এ যোগ দিয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সাদা ভ্যালেন্টিনো গাউনে চোখ ধাঁধানো লুকে ধরা দিয়েছেন তিনি।
প্যারিসে বিজনেস অফ ফ্যাশন (BoF) 500 গালা-এ সোনম কাপুর।
প্যারিসের মর্যাদাপূর্ণ বিজনেস অফ ফ্যাশন 500 গালায় অংশ নিয়েছিলেন সোনম কাপুর। বলিউডের অন্যতম ফ্য়াশন আইকন বলা হয় অভিনেত্রীকে। তারকা-খচিত ইভেন্টে উপস্থিত ছিলেন ট্রয়ে সিভান, জেরেমি পোপ, ক্যারল জি, নাওমি ক্যাম্পবেল, ড্যানিয়েল লি, জারেড লেটো, কোকো রোচা, ক্রিস জেনার, পিয়া জান্সি এবং আরও বেশ কয়েকজন সেলিব্রিটি।
সোনমের কথা বলতে গেলে, তিনি সম্পূর্ণ আধুনিক ভ্যালেন্টিনো সাদা গাউন পোশাকে ধরা দেন। বলিউড রেড কার্পেট ইভেন্ট বা আন্তর্জাতিক অনুষ্ঠান হোক না কেন, সোনম অত্যন্ত শৈলী এবং গ্ল্যামারের সঙ্গে ধরা দেন। এই মুহূর্তে তেমন একটা বলিউড ছবিতে কাজ না করলেও ফ্য়াশন সেন্স নিয়ে দারুণ চর্চায় থাকেন অভিনেত্রী। সাদা ভ্যালেন্টিনো গাউনে চোখ ধাঁধানো লুকে সোনমের ছবি, দেখে নিন-
রবিবার সপ্তাহান্তে সোনম তাঁর ভক্তদের একটি সারপ্রাইজ দিয়েছেন। অভিনেত্রী ইনস্টাগ্রামে ইভেন্ট থেকে ছবি শেয়ার করে ক্য়াপশনে লেখা, 'রানঝানা' এবং 'ভাগ মিলখা ভাগ'-এ তাঁর ভূমিকার জন্য একজন সফল অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন, যার ফলে বেশ কয়েকটি সেরা অভিনেত্রীর মনোনয়ন লাভ করেন তিনি এবং ২০১৩ সাল থেকে তিনি এতে যোগদান করেন'।