বহুদিন পর পর্দায় ফিরে ২০২৩-এ একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন তিনিই এখনও বলিউডের 'কিং'। তাই শাহরুখ খানকে নিয়ে পরিচালক-প্রযোজকরা কাজ করতে চাইবেন, সেটাই স্বাভাবিক নয় কি! আর তাই তাঁর কাছে বিগ বাজেট মুভি 'চামুণ্ডা'র প্রস্তাব নিয়ে গিয়েছিলেন ছবির নির্মাতারা। যে ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় থাকছেন আলিয়া ভাট। তবে জানা যাচ্ছে, বাদশা নাকি সেই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
কিন্তু আলিয়ার সঙ্গে এই বিগ বাজেট সিনেমার প্রস্তাব ফেরালেন শাহরুখ?
সূত্রের খবর অনুসারে, দীনেশ বিজান ও অমর কৌশিক তাঁদের এই হরর-কমেডি সিনেমায় শাহরুখ খানকে অন্তর্ভুক্ত করতে আগ্রহী ছিলেন। ছবিতে লিড রোলের প্রস্তাবই দেওয়া হয়েছিল বাদশাকে। তবে জানা গিয়েছে যে, প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মসের এই হরর-কমেডি জগতে সুপারস্টারের কোনও আগ্রহ নেই। বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, ‘অমর কৌশিক পরিচালনার দায়িত্বে থাকায়, ম্যাডক ফিল্মস আলিয়া ভাটের সঙ্গে চামুণ্ডা ছবিতে শাহরুখ খানকে নেওয়ার ব্যাপারে আগ্রহী ছিল। তবে সবকিছু প্রত্যাশা মতো এগোয়নি।’
আরও পড়ুন-ম্যাসিভ হার্ট অ্যাটাক! সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি টিকু তালসানিয়া
আরও পড়ুন-রাজনীতিতে আসতে ইচ্ছুক! কী জবাব দিলেন ঋত্বিক চক্রবর্তী?
জানা যাচ্ছে, চামুণ্ডা-র প্রস্তাব ফিরিয়ে শাহরুখ নাকি সাফ জানিয়েছেন, নতুন ধরনের আনকোরা বিষয়ের উপর কোনও ছবি হলে, তাঁর কাছে আসতে। ম্য়াডক ফিল্মসের সঙ্গে অমর কৌশিকের এই হরর কমেডি আগে থেকেই বেশ জনপ্রিয়। তাই এখানে আর নতুন করে ঢুকতে রাজি নন কিং খান। তাই শাহরুখ প্রস্তাব ফেরাতেই চামুণ্ডা আলিয়ার বিপরীতে কাকে নেওয়া হবে, সেবিষয়ে ইতিমধ্যেই খোঁজখবর শুরু করে দিয়েছে প্রযোজনা সংস্থা।