গতবছর থেকে সলমন খানকে ক্রমাগত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। কিন্তু এবার ভাইজান নয়, এবার তাঁদের টার্গেট কপিল শর্মা। কিছুদিন আগেই কপিল শর্মার কানাডার ক্যাফেতে গুলি চালানো হয়েছিল, যার দায় স্বীকার করে নিয়েছিল আন্ডারওয়ার্ল্ডের প্রধান। এবার দ্বিতীয়বার একই ঘটনা ঘটল।
এক মাসের ব্যবধানের মধ্যে কপিল শর্মার ক্যাফেতে হল দ্বিতীয়বার হামলা। চালানো হল ২৫ রাউন্ড গুলি। গতবারের থেকেও আরও জোরদার হামলা চালানো হয়েছে এইবার। ঘটনার দায় স্বীকার করে নিয়েছেন গোল্ডি ঢিঁলো এবং লরেন্স বিষ্ণোই।
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
তবে এখানেই যে ব্যাপারটা থেমে যাবে না তা জানিয়ে দিয়েছেন আন্ডারওয়ার্ল্ডের প্রধানরা। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য জায়গায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, যেখানে বলতে শোনা যাচ্ছে খুব শীঘ্রই আবার হামলা চালানো হবে। তবে এবার আর কানাডা নয়, হামলা চালানো হবে মুম্বইয়ে।
ভাইরাল পোস্টে আরও বলতে শোনা গিয়েছে, আমরা কপিল শর্মাকে ফোন করেছিলাম কিন্তু উনি কোনও সাড়া দেননি। এরপরেও যদি কোনও পদক্ষেপ না নেন তাহলে পরবর্তী হামলা মুম্বইয়ে হবে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করা চলছে এখনও, তবে ইতিমধ্যেই কপিল শর্মার নিরাপত্তা দ্রুত করতে পদক্ষেপ গ্রহণ করেছে মুম্বই পুলিশ।
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
প্রসঙ্গত, কানাডায় ব্যবসা করার উদ্দেশ্যে একটি ক্যাফে খুলেছিলেন কপিল। কিন্তু রেস্তোরাঁ খোলার একসপ্তাহের মধ্যেই আসতে থাকে হুমকি। গত ৯ জুলাই রাত ১টায় ক্যাফেতে লাগাদার গুলিবর্ষণ করা হয়। এক মাস কাটতে না কাটতেই ফের হামলা চলল ক্যাফেতে।
প্রথম হামলার সময় কপিলের উদ্দেশ্যে শিখ ফর জাস্টিস সংগঠনের কর্ণধার গুরুপাটওয়ান্ত সিংহ পান্নু কপিলকে সতর্ক বার্তা দিয়ে জানান, কপিল যেন অবিলম্বে কানাডা ছাড়েন। শুধু কপিল কেন, মোদি অনুগত কোনও ব্যবসায়ীকে কানাডায় ব্যবসা করতে দেবেন না তাঁরা।
কপিলের উদ্দেশ্য পান্নু বলেন, ‘রক্তে ভেজা টাকা নিয়ে ভারতে চলে যাও। কানাডা উগ্র হিন্দুত্ববাসীদের আদর্শকে সমর্থন করে না। এটা তাঁদের জায়গা নয়।’ বোঝাই যাচ্ছে, শুধু ব্যবসা নয় এবার কপিলের প্রাণ সংশয় হতে চলেছে।