অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে, তারকা জুটি রণবীর কাপুর এবং আলিয়া ভাট বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। চলতি মাসের ১৩ থেকে ১৭ তারিখের মধ্যেই সাত পাকে বাঁধা পড়বেন দুজনে। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুই তারকা।
তবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই যে বলিউডে বিয়ের সানাই বাজবে তা কার্যত পাকা। জানা গিয়েছে, চেম্বুরের পৈতৃক ভিটেতেই বাবা-মা ঋষি কাপুর-নীতু সিং-এর মতো ছাদনাতলায় আলিয়ার সঙ্গে সাত পাক ঘুরবেন রণবীর।
বলিউডের এই বিগ ফ্যাট ওয়েডিং ঘিরে নেটমাধ্যমে চর্চা তুঙ্গে। এর মধ্য়েই ঋষি এবং নীতু কাপুরের ১৯৮০ সালে রিসেপশনের আমন্ত্রণ পত্র নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। ১৯৮০ সালের ২৩ জানুয়ারি আর.কে স্টুডিওস-এ বসেছিল ঋষি-নীতুর বিয়ের আসর। পরিবার, বন্ধু, আত্মীয়দের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। বিয়েতে হাজির ছিলেন বলিউডের তাবড় তাবড় তারকারা।
সম্প্রতি যে ছবিটি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে, তাতে লেখা রয়েছে, 'শ্রীমান এবং শ্রীমতি রাজ কাপুরের পক্ষ থেকে তাঁদের পুত্র ঋষি (প্রয়াত শ্রীমান ও শ্রীমতি পৃথ্বীরাজ কাপুরের নাতি)র সঙ্গে নীতু (শ্রীমতি রাজি সিং)এর কন্যার বিবাহ উপলক্ষে ২৩ জানুয়ারি ১৯৮০ আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।' (নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ঋষি কাপুর ও নীতু সিংয়ের বিয়ের আমন্ত্রণ পত্রের সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)।
জানা গিয়েছে, ঋষি-পুত্রের বিয়ের অনুষ্ঠানে কেবলমাত্র পরিবার ও কাছের বন্ধুরাই আমন্ত্রিত। একাধিক মিডিয়া সূত্রে দাবি করা হয়েছে, আলিয়ার দাদু খুবই অসুস্থ। সোনি রাজদানের বাবার শেষ ইচ্ছা নাতনি আলিয়ার বিয়ে দেখবার। দাদুর ইচ্ছে পূরণের জন্যই নাকি তড়িঘড়ি বিয়েটা সেরে ফেলছেন রণবীর-আলিয়া।