কিছুদিন আগেই ‘রক্তবীজ ২’-এর অফিসিয়াল টিজার মুক্তি পেয়েছিল। সেখানে খুব অল্প সময়ের জন্য নজর কেড়েছিলেন নুসরত জাহান। তিনি যে এই ছবিতে একটি আইটেম সং-এ রয়েছেন তা আগেই জানা গিয়েছিল এবার প্রকাশ্যে এল সেই গান।
শুক্রবার ‘রক্তবীজ ২’-এর দ্বিতীয় গান 'অর্ডার ছাড়া বর্ডার ক্রস…', মুক্তি পাওয়ার কথা ছিল। সেই মতোই এদিন মুক্তি পায় ছবির নতুন গান। এই গানেই হট লুকে ফের উষ্ণতার পারদ চড়ালেন নুসরত জাহান। কখন সাইকেলে তো কখন বিড়ি হাতে দিলেন চমক। উইন্ডোজ প্রোডাকশন হাউজের পক্ষ থেকে এই গান প্রকাশ্যে এনেছেন নির্মাতারা। গানটির ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘দেশের সীমান্ত হোক কিংবা নারী-পুরুষের শরীর, অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না! ‘রক্তবীজ ২’ আসছে বড় পর্দায় এই দুর্গা পুজোয়।’
আরও পড়ুন: ছবিতে কাজ করার জন্য দেব কোয়েলকে ব্ল্যাঙ্ক চেকে সই করে দিয়েছিলেন! তারপর নায়িকা কী করেছিল জানেন?
এর আগে এই ছবির প্রথম গান ‘ও বাবুর মা’ মুক্তি পেয়েছিল। তবে সেই গান মুক্তি পাওয়ার পর দর্শকরা প্রশংসায় ভরে দিয়েছিলেন নির্মাতাদের। কিন্তু এই গান প্রকাশ্যে আসতেই বেশ বিরক্ত নেটিজেনরা। নানা কটাক্ষে ভরে দিয়েছেন তাঁরা।