প্রায় ১০ বছর পর ‘ধূমকেতু’র হাত ধরে দর্শকরা ফের একসঙ্গে বড় পর্দায় বাংলা সিনেমার অন্যতম হিট জুটি দেব-শুভশ্রীকে দেখতে পেলেন। তবে দেবের সঙ্গে কোয়েলের জুটিও কম জনপ্রিয় নয়। এই জুটি একসঙ্গে 'প্রেমের কাহিনী', 'মন মানে না', 'বলো না তুমি আমার' থেকে শুরু করে 'পাগলু', 'পাগলু ২'-এর মতো হিট হিট ছবি উপহার দিয়েছে বাংলার সিনে প্রেমিদের। এছাড়াও দেবের প্রযোজনায় তাঁদের ছবি ‘ককপিট’ও দর্শকদের মন জয় করে নিয়েছিল। তবে এরপর আর এই জুটিকে একসঙ্গে বহুদিন বড় পর্দায় দেখেননি দর্শকরা। তাই 'দেশু' জুটির প্রত্যাবর্তনের পর থেকেই ফের দেব-কোয়েলকে একসঙ্গে দেখতে চাইছেন অনুরাগীরা। আর তার মাঝেই দেব তাঁর প্রযোজনা সংস্থায় কাজ করার সময় কোয়েল যা করেছিলেন সেই গল্প ভাগ করে নিলেন দর্শকদের সঙ্গে।
আরও পড়ুন: ‘কোন গোপনে মন ভেসেছে’ কি শেষ হয়ে যাচ্ছে? 'সব কিছুর একটা শেষ থাকে…', যা বললেন পর্দার 'শ্যামলী' শ্বেতা
কী বললেন দেব এই প্রসঙ্গে?
দেব-কোয়েল যে শুধু জুটি বেঁধে দর্শকদের একাধিক হিট হিট ছবি উপহার দিয়েছে তা নয়। বাস্তবেও তাঁরা একে অপরের খুব ভালো বন্ধু। তাই যখন বন্ধুর প্রযোজনা সংস্থায় তাঁর সঙ্গে কাজ করার সুযোগ আসে তখন, কোয়েল এক কথাতেই রাজি হয়ে যান। কিন্তু একে কোয়েল বন্ধু, তার উপর আবার এত বড় মাপের অভিনেত্রী। তাঁকে কীভাবে সাম্মানিক দেবেন দেব? তা নিয়ে বেশ চিন্তায় পড়েন। শেষে নায়ক নিজেই খুঁজে বের করেন পথ। তিনি ভাবেন ব্ল্যাঙ্ক চেক দেওয়াটাই ঠিক হবে। তাতে কোয়েল নিজেই তাঁর যোগ্য পারিশ্রমিক বসিয়ে নিতে পারবেন। কিন্তু তারপর কী হয় জানেন? এবার অনুরাগীদের সঙ্গে সেই গল্পই ভাগ করে নিলেন দেব।
আরও পড়ুন: অষ্টম দিনেও বক্স অফিসে টক্কর ‘কুলি’ ও ‘ওয়ার ২’-র! আয়ের ভিত্তিতে এগিয়ে কে, রজনীকান্ত না হৃতিক রোশন?
সঙ্গীত বাংলায় 'কিশমিশ'-এর পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে দেওয়া এক সাক্ষাৎকারে দেব এই গল্প ভাগ করে নেন। তিনি বলেন, ‘কোয়েল আমার বেস্ট ফ্রেন্ড। ও আমার ছবির গল্প শুনেই রাজি হয়ে যায়। ওঁর পছন্দ হয়েছে না হয়নি সেটাও আমি ওঁকে কোনও দিন জিজ্ঞাসা করিনি। তারপর কোয়েলের পারিশ্রমিক নিয়ে আলোচনার হওয়ার কথা। কিন্তু আমি সেটাও কোনও দিন ওঁকে জিজ্ঞাসা করিনি। ওঁকে আমি পারিশ্রমিকের বিষয়ে কী জিজ্ঞাসা করব? ও আমার খুব ভালো বন্ধু। তাই আমি ওঁকে একটা ব্ল্যাঙ্ক চেক সই করে দিয়েছিলাম। আর বলেছিলাম, ‘তুই যে টাকাটা লিখবি, আমি তা নিয়ে তোকে কোনও প্রশ্ন করব না।’ কিন্তু সেই চেকটা আজ পর্যন্ত ব্যাঙ্কে ডিপজিট হয়নি। কোয়েল আর আমার সম্পর্কটা এ রকমই।’