অঙ্কুশ হাজরা এবং কৌশানি মুখোপাধ্যায় অভিনীত গান ‘দিওয়ানা বানায়ে’ দর্শকদের আরও একবার নিয়ে গেল পুরনো দিনে।‘রক্তবীজ ২’ সিনেমার মিষ্টি এই প্রেমের গানে একেবারে যথাযথ অঙ্কুশ এবং কৌশানি। তবে গানটি যে শুধুমাত্র এই সিনেমার একটি অংশ তা কিন্তু নয়, এই গানের মধ্যেই ফুটে উঠেছে ছবির কিছু রহস্যের অংশ।
রাপূর্ণা এবং বনির গলায় গাওয়া এই গানের দৃশ্যে যেমন একদিকে অঙ্কুশ এবং কৌশানির প্রেমের মুহূর্ত তুলে ধরা হয়েছে তেমন অন্যদিকে ঘনীভূত হয়েছে রহস্য। সিনেমার ট্রেলারে অঙ্কুশকে একজন খলনায়কের দৃশ্যে অভিনয় করতে দেখা গেলেও এই গান থেকে স্পষ্ট অঙ্কুশ এবং কৌশানি দুজনেই ডাক্তারি পড়তে বিদেশে গিয়েছিল।
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
গানের মধ্যে একটি দৃশ্যে আবার দেখা গিয়েছে, অঙ্কুশকে কেউ বা কারা ফলো করে, যা চোখ এড়ায় না অঙ্কুশের। যদিও এই গোটা ঘটনাটি একেবারেই অজানা কৌশানি, তাই মাঝে মধ্যেই অঙ্কুশকে আনমনা হতে দেখে চিন্তিত হয়ে যায় সে। এই গানের মাধ্যমেই ওঠে আসল প্রশ্ন।
দুই ছেলে মেয়ে, যারা বিদেশে ডাক্তারি পড়তে গিয়েছিল তাদের মধ্যে অঙ্কুশ কী করে হঠাৎ দুষ্কৃতিদের জালে জড়িয়ে পড়ল? কোনও বড় চক্রের শিকার সে নাকি এই পুরোটা তাঁর নিজেরই প্ল্যান। লোকচক্ষুর আড়ালে থাকার জন্যই কী কৌশানিকে নিয়ে বিদেশে পাড়ি দেয় অঙ্কুশ? এমন অনেক প্রশ্ন ফুটে উঠেছে এই গানের মাধ্যমে।
প্রসঙ্গত, এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, প্রদীপ ভট্টাচার্য, নুসরত জাহান, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সীমা বিশ্বাসকে।
‘রক্তবীজ’ ছবিতে মূলত তুলে ধরা হয়েছিল খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা। এবারের গল্পে ফুটে উঠবে প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি। প্রয়াত রাষ্ট্রপতির স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায় ছিলেন বাংলাদেশের মেয়ে। জানা যায়, প্রাক্তন রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে গিয়েছিলেন বাংলাদেশে। সেখানে নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের মাঠে নেমে গাড়িতে করে গিয়েছিলেন শ্বশুর বাড়ি। বিদেশী জামাইয়ের আগমনে যেন মেতে উঠেছিল গোটা গ্রাম।
আরও পড়ুন: 'বহুদিন হল নিখোঁজ...', জন্মদিনে কাকে হারিয়ে চিন্তিত শ্রীলেখা?
আরও পড়ুন: শরৎচন্দ্রের ‘পথের দাবি’-র ছায়ায় সিনেমা নিয়ে আসছেন সৃজিত, প্রকাশ্যে মুক্তির তারিখ
খুব স্বাভাবিকভাবেই তাই বেশিরভাগ দৃশ্যে দেখা যাবে বাংলাদেশের নড়াইলের ভদ্রবিলার চাঁদড়া গ্রামের ঘোষবাড়ির বিভিন্ন অংশ। এই ছবির প্রতিটি পরতে পরতে রয়েছে রহস্য। এই বছরের পুজোয় তাই ঠাকুর দেখার পাশাপাশি হলেও ভিড় জমাবেন দর্শকরা।