রাজ শামানির পডকাস্টে অভিনেতা রাজকুমার রাও তাঁর ২০১৮ সালের ছবি ‘স্ত্রী’-এর ক্লাইম্যাক্সের দৃশ্য কীভাবে ইম্পোভাইস করেছিলেন তা নিয়ে কথা বলেছেন। সেই বিষয়ে কথা বলতে গিয়ে রাজকুমার জানান যে তিনি অভিনেতা শাহরুখ খানের থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন এবং ওই দৃশ্যে তাঁকেই অনুকরণ করেছিলেন।
‘স্ত্রী’-এর ক্লাইম্যাক্সের দেখানো হয়েছিল, তাঁর সহ-অভিনেতা শ্রদ্ধা কাপুরের চরিত্রটি তাঁকে প্রেমপূর্ণ দৃষ্টিতে 'স্ত্রী'-এর(ভূতের) চোখের দিকে তাকিয়ে থেকে কথা বলার জন্য অনুরোধ করছে। আর তখন রাজকুমার অর্থাৎ পর্দার ভিকি চোখে একরাশ প্রেম নিয়ে 'স্ত্রী'-এর দিকে তাকিয়ে রয়েছে। সেই দৃশ্যেই রাজকুমার চোখের ভাষা অনুকরণ করেছিলেন শাহরুখের থেকে।
এ প্রসঙ্গে রাজকুমার বলেন, 'আমি সেটে ইম্প্রোভাইজ করতে ভালোবাসি। এটা আমার জন্য খুবই মজার একটা কাজ, আর অমর কৌশিক আমাকে সেই স্বাধীনতাও দিয়েছিলেন। তিনি কেবল ভুল করলে থামাতেন, আর বলতেন, 'হয়তো এটা এভাবে না করে, এরকম ভাবে করতে পারো।' তবে যেটাই হোক না কেন, কমেডিটা ভালো হওয়া দরকার। তাই আমি আমার লেখক বন্ধুদের বলি, 'আমার কাছে খেলার মাঠ না থাকলে আমি তা করতে পারব না।'
আরও পড়ুন: 'বাড়ির বড় দিদির মতো করে আমরা শাসন করব…' সপ্তপর্ণী বিতর্কে মুখ খুললেন অন্তরা
তিনি 'স্ত্রী' সহ তাঁর অন্য কোনও ছবিতে ইম্প্রোভাইজ করেছেন কিনা তা জানতে চাওয়া হলে, রাজকুমার জানান, ২০১৮ সালের ছবি 'স্ত্রী'তে তাঁকে একজন গণিকার ছেলের ভূমিকায় দেখানো হয়েছিল। সেই ছেলেটি অর্থাৎ ভিকি 'স্ত্রী' (ভূত)-এর হাত থেকে শহরকে বাঁচাবে। সেই ছবির এক বিশেষ দৃশ্য সম্পর্কে কথা বলতে গিয়ে, রাজকুমার বলেন, 'আমার সামনে একটা বড় খেলার মাঠ, একটা ভূত আছে তাকে আমি ভয় পাচ্ছি। কিন্তু আমাকে তার চোখের দিকে ভালোবাসার সঙ্গে দেখে কথা বলতে হবে। তখন শাহরুখ খানের ফ্যান হওয়ার কারণে প্রথমেই যেটা মনে আসে তা হল ভালোবাসার প্রকাশ চোখের মাধ্যমে তিনি কীভাবে করেন? ব্যাস হয়ে গেল।'
আরও পড়ুন: ‘শিক্ষা হওয়া দরকার…’ শিক্ষক দিবসে প্রতিবাদের সুর মীরের পোস্টে
অমর কৌশিক পরিচালিত ২০১৮ সালে মুক্তি প্রাপ্ত হরর কমেডি ছবি 'স্ত্রী'। তিনি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, অপশক্তি খুরানা এবং অভিষেক বন্দোপাধ্যায়।
রাজকুমারকে শেষ দেখা গিয়েছে অমর কৌশিক পরিচালিত 'স্ত্রী ২'-এ। এটি ২০১৮-এর 'স্ত্রী'-এর সিকুয়্যাল। এখানেও অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, অপশক্তি খুরানা এবং অভিষেক বন্দোপাধ্যায়। তাছাড়াও অভিনেতা অক্ষয় কুমার এবং বরুণ ধাওয়ান এই ছবিতে বিশেষ ক্যামিও রয়েছেন।