1 মিনিটে পড়ুন Updated: 14 Feb 2024, 07:08 PM ISTSubhasmita Kanji
Parambrata Chatterjee: আবারও পরিচালকের আসনে পরমব্রত চট্টোপাধ্যায়। এবার তাঁর পরিচালিত ছবি প্রথমবারের কোনও দুর্গাপুজোর সময় মুক্তি পেতে চলেছে। মুখ্য ভূমিকায় থাকবেন কারা?
এবার পুজোয় এসভিএফের ভরসা পরম?
বছরের শুরু মানেই গোটা বছরের একটা মোটামুটি ক্যালেন্ডার তৈরি করে ফেলা। কবে কোন ছবি মুক্তি পেতে পারে, কী কী কাজ হতে পারে এই নিয়ে ভারী ব্যস্ত শহরের কম বেশি সমস্ত প্রযোজনা সংস্থা। আর গোটা বছরের মধ্যে দুর্গাপুজো বাঙালিদের জন্য ভীষণই গুরুত্বপূর্ন। এই সময় কোন কোন ছবি আনা যায় সেই নিয়েও বিস্তর আলোচনা জল্পনা চলে। এসভিএফ তার বাইরে নয়। এবার জানা গেল এই প্রযোজক সংস্থা দুর্গাপুজোর সময় কোন ছবি আনছে, পরিচালক কে আর অভিনয়েই বা কারা থাকছেন।
এসভিএফ প্রযোজনা সংস্থার দুর্গাপুজোর সময়ের ছবি
ইতিমধ্যেই জানা গিয়েছে দুর্গাপুজোর সময় মুক্তি পাচ্ছে টেক্কা। সেই ছবিটির পরিচালনা করছেন সৃজিত মুখোপাধ্যায়। অভিনয়ে থাকবেন দেব, রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, প্রমুখ। বর্তমানে সেই ছবির প্রথম শিডিউলের শুটিং শেষ হয়ে গিয়েছে। এছাড়া মিঠুন চক্রবর্তীর শাস্ত্রীও আছে। তাছাড়া আছে অনীক দত্ত পরিচালিত ছবি যত কাণ্ড কলকাতায়। সেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। এবার এই ছবিগুলোকে টক্কর দিতে জানা গেল এসভিএফের তরফে নতুন একটা ছবি আনার পরিকল্পনা চলছে।
প্রতি বছরই এসভিএফের তরফে একটি করে নতুন ছবি নিয়ে আসা হয়। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের দশম অবতার। তবে এবার এসভিএফের হাত ছেড়ে তিনি জুটি বেঁধেছেন দেবের সঙ্গে। অনেকেই তাই মনে করেছিলেন এবার বুঝি এই প্রযোজনা সংস্থা কোনও ছবি আনবেন না পুজোয়। তবে এবার জানা গেল চলতি বছর পুজোয় এসভিএফের প্রযোজনায় আসছে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালিত ছবি। হ্যাঁ, তিনি আবারও বসছেন পরিচালকের আসনে।
আনন্দবাজার তাঁদের একটি প্রতিবেদনে জানিয়েছে টলিউডের এক সূত্রের তরফে জানানো হয়েছে কন্নড় ভাষার সুপারহিট ছবি গরুড় বৃষভ বাহন ছবিটি অম্বলবনে এই ছবি তৈরি করছে এসভিএফ। এটি একটি গ্যাংস্টার থ্রিলার হবে। সূত্রের খবর অনুযায়ী এখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে যিশু সেনগুপ্ত এবং অনির্বাণ ভট্টাচার্যকে। মূল ছবিটিতে অভিনয় করেছিলেন ঋষভ শেট্টি এবং রাজ বি শেট্টি। তবে এই বিষয়ে এখনও নিশ্চিত খবর পাওয়া যায়নি।
তবে যিশু সেনগুপ্তর আগামী ফোকাস খাদান। দেব অভিনীত এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি। সেখানে থাকবেন ইধিকা পল, সৌমিতৃষা কুণ্ডু, প্রমুখ।