বাংলা নিউজ > বায়োস্কোপ > হিন্দি গানে নাচায় শিল্পীকে নামিয়ে দেওয়া হল স্টেজ থেকে! বাংলার কোথায় ঘটল এই ঘটনা?
পরবর্তী খবর
হিন্দি গানে নাচায় শিল্পীকে নামিয়ে দেওয়া হল স্টেজ থেকে! বাংলার কোথায় ঘটল এই ঘটনা?
1 মিনিটে পড়ুন Updated: 26 Dec 2023, 02:24 PM ISTSubhasmita Kanji
হিন্দি গান চলবে না। হিন্দির আগ্রাসন মানা হবে না, এই কথা বলে জলপাইগুড়ি বইমেলায় এক শিল্পীকে নামিয়ে দেওয়া হয় মঞ্চ থেকে। উসকেছে বিতর্ক।
হিন্দি গানে নাচায় শিল্পীকে নামিয়ে দেওয়া হল স্টেজ থেকে
'মুম্বই, দিল্লিতে গিয়ে বাংলায় কথা বলে দেখো তো কেউ সাড়া দেয় কিনা, এখানে অবাঙালিরা এলে তাহলে কেন হিন্দিতে কথা বলব?', 'বাংলায় থাকতে হলে বাংলা বলতে হবে', ইত্যাদি প্রভৃতি। এমন কথা, তরজা নতুন নয়। আগেও বহুবার শোনা গিয়েছে। উসকেছে বিতর্ক। চলেছে চর্চা। এমনকি বাংলা একটি দল পর্যন্ত গঠিত হয়েছে হিন্দির আগ্রাসন আটকাতে, বাংলা পক্ষ। এবার এসবকে ছাপিয়ে একেবারে অন্যরকম একটি ঘটনা ঘটে গেল।
জলপাইগুড়ি বইমেলায় একজন শিল্পী বলিউডি গানে নাচতে শুরু করেন। তাঁর নাচ মাঝপথে থামিয়ে দেওয়া হয়। এবং আয়োজকরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয় কোনও হিন্দি গান এখানে চলবে না। আরও পাঁচদিন অনুষ্ঠান আছে। তিনি তার মধ্যে একদিন যেন এসে বাংলা গানে পারফর্ম করে যান। তবে হিন্দি গান নৈব নৈব চ। আর এটার জেরেই উসকে গিয়েছে বিতর্ক। কেউ সমর্থন করেছেন বিষয়টাকে, কেউ আবার বিরোধ করেছেন।