সদ্যই গাঁটছড়া বেঁধেছেন তাঁরা। সাত পাকে ঘোরার কিছুদিনের মধ্যেই হাজির বছরের শেষ উৎসব, বড়দিন। বিয়ের পর তাঁদের এই প্রথম বড়দিনে কী কী করলেন সৌরভ দর্শনা সেটাই তাঁরা ভক্তদের সঙ্গে এদিন শেয়ার করে নিলেন।
সৌরভ দর্শনার প্রথম বড়দিন
সৌরভ দাস এবং দর্শনা বণিকের বিয়ের পর এটাই তাঁদের প্রথম বড়দিন। সেই বিশেষ দিনটি এবং বছরের শেষ উৎসব কীভাবে কাটালেন সকাল থেকে রাত পর্যন্ত সেটাই তাঁরা এদিন ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে।
আরও পড়ুন: 'মহাগুরু এদিকেও আছেন, ওদিকেও...' দাদাগিরিতে মিঠুনকে নিয়ে বিশেষ ইঙ্গিত দিতেই হেসে খুন সৌরভ
আরও পড়ুন: সিনেমা করতে গেলে অভুক্ত থাকেন অভিনেত্রীরা! শাহরুখের সঙ্গে শুটিংয়ের স্মৃতি হাতড়ে বললেন টুইঙ্কল
দর্শনা তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে এদিন তাঁর এবং সৌরভের একটি ছবি পোস্ট করে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান। ছবিতে দেখা যাচ্ছে তিনি সৌরভের উপর লাল সোয়েটার পর শুয়ে। অন্যদিকে আলোর দিকে তাকিয়ে আছেন অভিনেতা। এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, 'মেরি ক্রিসমাস আমাদের তরফ থেকে আপনাদের।'

দর্শনার ইনস্টা স্টোরি
বড়দিনের রাতে তাঁদের পার্টি মুডেই দেখা যায়। একটি লাল ড্রেস পরে সান্টার বাজানো মিউজিকের সঙ্গে তাঁকে নাচতে দেখা যায়। সঙ্গে ছিলেন সৌরভও। অভিনেতাকে এদিন অল ব্ল্যাক লুকে দেখা যায়। এদিনের হাউজ পার্টিতে অন্যান্য বন্ধুদের সঙ্গে যোগ দেন অভিনেত্রী তথা সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তাঁকে একটি মেরুন সোয়েটার এবং কালো প্যান্টে দেখা যায়। তাঁরা সকলে একসঙ্গে হাসিমুখে ছবি তোলেন এদিন।

মিথিলার সঙ্গে সৌরভ-দর্শনা
সৌরভ দর্শনার প্রসঙ্গে
গত ১৫ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন সৌরভ দাস এবং দর্শনা বণিক। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর এদিন অবশেষে তাঁদের চার হাত এক হয়। দক্ষিণ কলকাতার একটি ব্যাঙ্কোয়েটে বসেছিল বিয়ের আসর। বিয়ে থেকে শুরু করে কনে বিদায়, ভাত কাপড়ের অনুষ্ঠান সব কিছুর ছবিই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।