বাংলা নিউজ > বায়োস্কোপ > Rafiath Rashid Mithila: পর্দায় আবার শরৎ-কাল! ‘অভাগীর স্বর্গ’ গড়ে তুলবেন মিথিলা-অনির্বাণ
পরবর্তী খবর
Rafiath Rashid Mithila: পর্দায় আবার শরৎ-কাল! ‘অভাগীর স্বর্গ’ গড়ে তুলবেন মিথিলা-অনির্বাণ
1 মিনিটে পড়ুন Updated: 16 Jun 2023, 11:54 AM ISTSuman Roy
New Film on Abhagir Swarga written by Sarat Chandra Chattopadhyay: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কাহিনি নিয়ে আবার এক সিনেমা। কী বলছেন পরিচালক?
মিথিলা
এক সময়ে বাংলা সিনেমা ছিল খুবই সাহিত্য নির্ভর। কখনও রবীন্দ্রনাথ ঠাকুর, কখনও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কখনও বা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মতো সাহিত্যিকদের বহু কালজয়ী কাহিনি নিয়ে একের পর এখ সিনেমা তৈরি হয়েছে বাংলায়। সময় বদলেছে। তার সঙ্গে বদলেছে দর্শকের রুচি এবং চাহিদাও। এখন সেই অনুয়ায়ী নিজেদের ছবির ধরন-ধারণও বদলেছেন পরিচালক এবং নির্মাতারা। কিন্তু পুরনো কোনও কালজয়ী সাহিত্য যদি আবার পর্দায় ফিরে আসে? হালে তেমনই ঘটতে চলেছে। ফিরে আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত সৃষ্টি ‘অভাগীর স্বর্গ’।
সম্প্রতি টলিপাড়ার অন্দর থেকে জানা গিয়েছে পরিচালক অনির্বাণ চক্রবর্তী তৈরি করতে চলেছে এই ‘অভাগীর স্বর্গ’-এর কাহিনি নির্ভর একটি সিনেমা। সেই সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে রাফিয়াদ রশিদ মিথিলাকে। এছাড়াও থাকছেন সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে।
তবে হুবহু ‘অভাগীর স্বর্গ’-এর কাহিনির আদলে এই ছবি তৈরি করছেন না পরিচালক। তিনি জানিয়েছেন, সিনেমার প্রয়োজনে তিনি ছবির কাহিনি কিছুটা বদলে নিয়েছেন। এই কাহিনিকে নিয়ে আশা হয়েছে সত্তর এবং আশির দশকে। ‘অভাগীর স্বর্গ’-এর নামও এখানে বদলে গিয়ে সিনেমার নাম হচ্ছে ‘ও অভাগী’। ফলে সময়ের ছাপ পড়বে এই ছবির কাহিনিতে। সে কথা স্পষ্ট জানিয়েছেন পরিচালক। প্রয়োজনে বেশ কিছু সংযোজন এবং পরিমার্জন করতে হয়েছে কাহিনির। সে কথাও জানিয়েছেন তিনি।