অনুরাগ বসুর আসন্ন ছবিতে কার্তিক আরিয়ান ও শ্রীলীলাকে দেখা যাবে। জোর কদমে চলছে শ্যুটিং। তবে এই সব কিছুর মধ্যেও চর্চায় কার্তিকের লম্বা চুল এবং দাড়ির লুক। রেডডিট ব্যবহারকারীরা তাঁর লুককে গায়ক হিমেশ রেশমিয়ার সঙ্গে তুলনা করেছেন। মজা করে অনেকে বলেছেন যে তার আসন্ন ছবিটি গায়কের বায়োপিক হতে পারে।
একজন রেডডিট ব্যবহারকারী হিমেশের সম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘ব্যাডঅ্যাশ রবিকুমার’ থেকে তাঁর লুকের একটি ছবি এবং কার্তিকের এই নতুন ছবির লুকটিও শেয়ার করে লিখেছেন, ‘আশিকি ৩’ হিমেশ রেশমিয়ার বায়োপিক। নিন্দুকেরা অবশ্য অন্য কথা বলবে।' আর এই ক্যাপশন দেখে অনেকেই মজা করে সম্মতি জানিয়েছে।
আরও পড়ুন: ‘কেশরি চ্যাপ্টার ২’-এর পোস্টারে বড় চমক! অক্ষয়ের সঙ্গে এবার মাধবন, আইনজীবীর ভূমিকায় নজরকাড়া অনন্যা
একজন রেডডিট ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, ‘হিমেশ রেশমিয়ার চরিত্রে কার্তিক আরিয়ান। রানু মন্ডলের চরিত্রে শ্রীলীলা।’ আর একজন মন্তব্য করেছেন, ‘এতে কি টান টান তন্দুরি নাইটস আছে? হিমেশের কোনও বায়োপিকই সেই মাস্টারপিস ছাড়া সম্পূর্ণ হতে পারে না।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আমি সারাক্ষণ ভাবছিলাম এটা আসলে হিমেশই!!!!!’
কার্তিকের লম্বা চুল-দাড়ির লুকের সমালোচনা করে একজন লিখেছেন, ‘অ্যানিম্যালে রণবীরের পর, অনেক অভিনেতা ওঁর এই লুকটা কপি করেছেন। রবি কুমারে হিমেশ, বেবি জনে বরুণ, আর এখন কার্তিক এবং ’বাঘি ৪'-এ টাইগার এই লুকটা কপি করেছে। এটা হাস্যকর।' আরেকজন লিখেছেন, ‘ভারতীয় সিনেমা এবং পুরুষদের চুলের স্টাইলিং এর মধ্যে কী আছে? অবাক হওয়ার কিছু নেই যে বাকি বিশ্বে আমাদের অপছন্দ করা হয়।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘বিষয়বস্তুর বাইরে, কিন্তু আশিকি ৩ নিয়ে আমার সত্যিই অনেক আশা আছে। কার্তিকের লুকটা খুব বেশি ওভার-দ্য-টপ, ভাঙা, বিভ্রান্ত এবং বিষাক্ত বলে মনে হচ্ছে।’
কার্তিক আরিয়ানের আসন্ন ছবি সম্পর্কে
অনুরাগ বসু পরিচালিত এই ছবিটির নাম কী হবে তা এখনও নামকরণ না করা হয়নি। তবে ছবিটি একটি মিউজিক্যাল রওম্যান্টিক ড্রামা হতে চলেছে। এখানে কার্তিক এবং শ্রীলীলাকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। টিজারে কার্তিককে ‘তু মেরি জিন্দেগি হ্যায়’ গানটা গাইতে দেখা গিয়েছে। পাশাপাশি তাঁর এবং শ্রীলীলার মধ্যে কিছু রোম্যান্টিক দৃশ্যের ঝলকও দেখানো হয়েছে।
সম্প্রতি, শিলিগুড়িতে ছবিটির শ্যুটিংয়ের দু'জন ব্যস্ত। তাঁদের শ্যুটিংয়ের ছবি বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল। সেই ছবিতে তাঁদের একসঙ্গে বাইক চালাতেও দেখা গিয়েছে। ছবিটি এই দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।