বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী তথা রাজনীতিবিদ জয়া বচ্চন ইন্ডাস্ট্রিতে তাঁর সিনেমার জন্য যতটা পরিচিত, রাগের জন্যও ততটাই পরিচিত। অনেকবার জয়াকে ক্যামেরার সামনে ভক্ত বা পাপারাৎজিদের উপর রেগে যেতে দেখা গিয়েছে। তবে জয়া সম্প্রতি এক অনুরাগী সেলফি তুলতে এলে তাঁকে একপ্রকার ঠেলে সরিয়ে দেন। এই ভিডিয়োটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই জয়াকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ট্রোল করা শুরু হয়। নেটিজেনদের পাশাপাশি তারকারাও জয়া বচ্চনের আচরণের নিন্দা করেছেন। এবার মুকেশ খান্নাও অভিনেত্রীর এই আচরণের নিন্দা করেছেন। অভিনেতা বলেছেন যে, জয়া বচ্চন মেজাজ হারিয়ে ফেলেছিলেন।
আরও পড়ুন: 'ধূমকেতু' জ্বরে কাঁপছে বাংলা! দেব-শুভশ্রীর ছবি দ্বিতীয় দিনে কত কোটি আয় করল?
জয়া বচ্চনের আচরণের নিন্দা করলেন মুকেশ খান্না
সম্প্রতি ফিল্মি জ্ঞানকে দেওয়া এক সাক্ষাৎকারে মুকেশ খান্না জয়া বচ্চনের ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে বলেন, ‘আজকাল রাজ্যসভায় যে আচরণ দেখা যাচ্ছে, আর পাপারাৎজিদের সঙ্গে তাঁর মিথস্ক্রিয়া... ‘তুমি কে? তুমি কী করছো? তুমি কী চাও? এটা ভুল।’ আপনি কিন্তু ওঁদের জন্যই বেঁচে রয়েছেন, স্যার। একবার অমরেশ পুরি বলেছিলেন, আরে, কে বসে আছে? সরে যান। দিলীপ সাহেবও বলেন, আরে, ক্যামেরার পিছনে কে বসে আছে? কিন্তু রাজ্যসভায় জয়া জি যা বলেন, আমার মনে হয়েছে যে হয়তো তিনি মাঝে মাঝে মেজাজ হারিয়ে ফেলেছেন। এমনকী ওঁর পরিবারের সদস্যরাও আমাকে এ ব্যাপারে বলেছেন। জয়া বচ্চনের মতো অসাধারণ অভিনেত্রী, তিনি অসাধারণ কাজ করেন, দেশ ওঁকে দেখে কত পছন্দ করতাম, কিন্তু আজ কেন তিনি ইচ্ছাকৃত ভাবে মোদীর বিরুদ্ধে কথা বলছেন? তিনি এমন যুক্তি দিচ্ছেন, যা আমি বুঝতে পারছি না।’
আরও পড়ুন: স্ত্রী ইউনিভার্সের নতুন ছবি ‘থামা’ আসছে দীপাবলীতে! আয়ুষ্মানের সিনেমা নিয়ে বড় ঘোষণা
জয়া বচ্চনের ভাইরাল ভিডিয়োতে কী দেখা গিয়েছে?
প্রসঙ্গত, মঙ্গলবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এক ব্যক্তি যখন অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করছিলেন, তখন তিনি মেজাজ হারিয়ে ফেলেন। জয়া তাঁর সঙ্গে সেলফি তুলতে আসা সেই অনুরাগীর উপর বিরক্ত হন। তাঁকে সকলের সামনেই জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। জয়া কেবল তাঁকে ধাক্কা দিয়েই সরিয়ে দেননি, তাঁর উপর যথেষ্ট বিরক্ত প্রকাশ করতেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। জয়া বচ্চন লোকটিকে ধমক দিয়ে বলেন, 'আপনি কী করছেন, এটা কী?' জয়া বচ্চনের এই ভিডিয়ো কয়েক মিনিটের মধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। জয়ার এই আচরণের নিন্দা করেছেন কঙ্গনা রানাওয়াতও।