দীর্ঘদিন হল ঝুলে রয়েছে হাসিন জাহান ও মহম্মদ শামির ডিভোর্সের মামলা। তবে শামি-হাসিনের মাথার ছাদ আলাদা হয়েছে বহুদিন হল। তাঁদের একমাত্র মেয়ে আইরা অবশ্য মায়ের সঙ্গে কলকাতাতেই থাকে। তবে শামির থেকে আলাদা হলেও নিত্যদিনই নেটদুনিয়ায় চর্চায় থাকেন হাসিন জাহান। বলা ভালো, চর্চায় কীভাবে থাকতে হয়, তা তাঁর ভালো করেই জানা আছে।
প্রাত্যহিক জীবনের নানান কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন হাসিন। আর এবার বডি ম্যাসাজের ছবি পোস্ট করে বসলেন তিনি। যে ছবিতে কোনও এক স্পা সেন্টারের বিছানায় উপুর হয়ে শুয়ে থাকতে দেখা যাচ্ছে তাঁকে। ছবিতে দৃশ্যমান তাঁর খোলা পিঠের কিয়দংশ। স্পা সেন্টারের কোনও এক মহিলা কর্মী তাঁর বডি ম্যাসাজ করছিলেন। যদিও ছবিতে তাঁর মুখ সেভাবে স্পষ্ট দেখা যাচ্ছে না। বিছানায় শুয়ে সেলফি তুলেছেন হাসিন। ছবির ক্যাপশানে লিখেছেন, ‘A massage once a week keeps the doctor away.’ অর্থাৎ সপ্তাহে ১ দিন ম্যাসাজ নিলে ডাক্তারের থেকে দূরে থাকা যায়।
এদিকে হাসিন জাহানের এই পোস্ট নিয়েও নেটিজেনদের একাংশ ট্রোল করতে ছাড়েননি। কেউ আবার লিখেছেন, ‘নিশ্চয় এখন আপনাক শামির কথা মনে পড়ছে?’ এমনই নানান মন্তব্য উঠে এসেছে।