Guess Who: আগলে রয়েছেন জাকির হুসেন, বউ-টুপি মাথায় এই খুদে উইকএন্ডে ধরা দেন জি বাংলার পর্দায়, কে বলুন তো? Updated: 18 Dec 2024, 03:28 PM IST Priyanka Mukherjee Guess Who: জাকির হুসেনের মৃত্যুর নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। বাংলার সঙ্গে বরাবরই নিবিড় যোগ ছিল তাঁর। কলকাতায় এলেই ছুটে যেতেন বিশেষ বন্ধুর কাছে। তাঁরই কন্যার সঙ্গে তোলা এই ছবি। খুদেকে চিনতে পারছেন?