অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাওয়াত সম্প্রতি মাসিকের স্বাস্থ্যবিধির বিষয়ে কথা বলেছেন। তিনি একজন সাংসদ হিসেবে পিরিয়ডের সময় কী কী সমস্যার সম্মুখীন হন তা জানিয়েছেন। কঙ্গনা জানিয়েছেন যে, শ্যুটিংয়ের সময় তিনি পিরিয়ডের কারণে খুব একটা সমস্যার সম্মুখীন হন না, তবে একজন সাংসদ হিসেবে তিনি অনেক সময় এই নিয়ে নানা সমস্যার মধ্যে পড়েন।
আরও পড়ুন: বিপাশার কাছে ক্ষমা চাওয়ার পর মৃণালের পাশে দাঁড়ালেন হিনা! 'আমরা সকলেই ভুল করি…', যা বললেন নায়িকা
আরও পড়ুন: সন্দীপ্তার প্রথম হিন্দি ধারাবাহিকে প্রোমো প্রকাশ্যে এল! জানেন কোন চ্যানেলে, কবে থেকে দেখা যাবে?
মাসিকের সময় স্বাস্থ্যবিধি সম্পর্কে কঙ্গনা কী বললেন?
হাউটারফ্লাইকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি বাইরে থাকাকালীন তাঁর মাসিকের স্বাস্থ্যবিধির কীভাবে যত্ন নেন? এই প্রশ্নের উত্তরে, কঙ্গনা শ্যুটিংয়ের সঙ্গে তুলনা টেনে বলেন, ‘ভারতে অনেক সমস্যা রয়েছে। শ্যুটিং ফ্লোর খুব বিলাসবহুল একটা জায়গা। নায়িকাদের জন্য ভ্যান থাকে। আপনি যতবার ইচ্ছে প্যাড পরিবর্তন করতে পারেন। আপনি স্নান করতে পারেন। তাঁরা আপনার জন্য মিনারেল ওয়াটার গরম করে এনে দেবে।’
আরও পড়ুন: মাটিতে শুভশ্রীর আঁচল লুটোচ্ছে দেখে হাতে তুলে নিলেন দেব! আবেগে ভাসলেন 'Desu' ভক্তরা
আরও পড়ুন: 'ধূমকেতু' মুক্তি পেতেই বিশেষ বার্তা রাজের! 'শুভর জন্য সঠিক মানুষ…', প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা
কঙ্গনা আরও বলেন, ‘এখন যেহেতু আমি রাজনীতির সঙ্গে যুক্ত তাই আমাকে দিনে ১২ ঘন্টা বাইরে থাকতে হয়। অনেক সময় এমন হয় যেখানে কোনও জায়গা নেই যে, সেখানে মহিলারা টয়লেটে যেতে পারেন। অন্যান্য সাংসদরাও এর জন্য সমস্যায় পড়েন। এটা একটা বিশাল সমস্যা। আপনি এটা সম্পর্কে কী আর বলতে পারেন? এটা একটা বিপর্যয়। এটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’
আরও পড়ুন: ডুয়েটে 'অমর সঙ্গী' গাইলেন কাঞ্চন-শ্রীময়ী! 'এসব হজম করার জন্য…', ট্রোল নেটিজেনদের
কাজের সূত্রে, শেষবার তাঁকে 'ইমারজেন্সি-তে ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা গিয়েছিল। এছাড়াও, গুঞ্জন শোনা যাচ্ছে কঙ্গনাকে এরপর হলিউডের কোনও একটি প্রকল্পে দেখা যেতে পারে। তাঁকে হলিউডের কোনও হরর ছবিতে দেখা যেতে পারে।