বিপাশা বসুকে নিয়ে একটি পুরনো মন্তব্যের কারণে মৃণাল ঠাকুর আলোচনায়। তাঁর একটি পুরনো ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে মৃণাল ঠাকুরকে বিপাশা বসুর চেহারা নিয়ে কটাক্ষ করতে দেখা গিয়েছে। তিনি বলছেন যে, বিপাশার থেকে তাঁর চেহারা অনেক ভালো। তিনি বিপাশাকে পুরুষালী পেশীবহুল মেয়ে বলেছিলেন। বৃহস্পতিবার মৃণাল এই মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন। ক্ষমা চাওয়ার পর এবার হিনা খান মৃণালের পাশে দাঁড়ালেন। তিনি জানালেন, তিনি গর্বিত যে, মৃণাল তাঁর ভুল স্বীকার করেছেন।
আরও পড়ুন: সন্দীপ্তার প্রথম হিন্দি ধারাবাহিকে প্রোমো প্রকাশ্যে এল! জানেন কোন চ্যানেলে, কবে থেকে দেখা যাবে?
আরও পড়ুন: মাটিতে শুভশ্রীর আঁচল লুটোচ্ছে দেখে হাতে তুলে নিলেন দেব! আবেগে ভাসলেন 'Desu' ভক্তরা
হিনা মৃণাল প্রসঙ্গে পোস্ট কী লিখেছিলেন?
হিনা খান তাঁর ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন- জ্ঞান হল জ্ঞানবৃক্ষের ফল যা অভিজ্ঞতার মধ্যে প্রোথিত। আমাদের সামাজিক দক্ষতা, যোগাযোগ এবং বোঝার গভীরতা সময়ের সঙ্গে সঙ্গে আসে। আমরা সকলেই ভুল করি, বিশেষ করে যখন আমরা ছোটো থাকি। মৃণালের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমি অতীতেও এমন বোকা বোকা ভুল করেছি।'
আরও পড়ুন: 'ধূমকেতু' মুক্তি পেতেই বিশেষ বার্তা রাজের! 'শুভর জন্য সঠিক মানুষ…', প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা
আরও পড়ুন: ডুয়েটে 'অমর সঙ্গী' গাইলেন কাঞ্চন-শ্রীময়ী! 'এসব হজম করার জন্য…', ট্রোল নেটিজেনদের
হিনা খান কী বললেন?
হিনা খান আরও লিখেছেন, ‘আমরা অনেকেই অনেক কিছু কথা বলে থাকি, কিন্তু তা সামাল দেওয়ার দক্ষতা আমাদের থাকে না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বদলে যাই, আমাদের মনের পরিবর্তন হয়, আমরা সহানুভূতিশীল হয়ে উঠি। আমরা একে অপরকে উন্নতির শিখরের দিকে এগিয়ে যেতে সাহায্য করি..... একে অপরের মুকুট ঠিক করতে শিখি।’
আরও পড়ুন: প্রাক্তন শুভশ্রীকে পাশে নিয়েই প্রেমিকা রুক্মিণীর নামে পুজো দিলেন দেব! ভাইরাল ভিডিয়ো
হিনাও বিপাশার প্রশংসা করেছেন
এই স্টোরিতে মৃণালের পাশাপাশি হিনা খান বিপাশা বসুরও প্রশংসা করেছেন। তিনি লিখেছেন যে বিপাশা এবং মৃণাল দু'জনেই অসাধারণ মহিলা। তিনি জানান যে বিপাশা সমগ্র সম্প্রদায়ের জন্য অনুপ্রেরণা। আমি খুব খুশি এবং গর্বিত যে মৃণাল তাঁর ভুল মেনে নিয়েছে।