সন্দীপ্তা সেন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় একজন নায়িকা। মেগা দিয়ে হাতেখড়ি হলেও বর্তমানে সিরিজ থেকে সিনেমা সর্বত্রই তাঁর অবাধ বিচরণ। তবে শোনা গিয়েছিল তিনি নাকি বলিউডে পা রাখতে চলেছেন। আর এবার প্রকাশ্যে এল নায়িকার প্রথম হিন্দি ধারাবাহিকের প্রোমো।
আরও পড়ুন: মাটিতে শুভশ্রীর আঁচল লুটোচ্ছে দেখে হাতে তুলে নিলেন দেব! আবেগে ভাসলেন 'Desu' ভক্তরা
শোনা গিয়েছিল এই ধারাবাহিকের গল্প হতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর একটি জনপ্রিয় সিরিজ অদিতি রায়ের পরিচালিত গল্প 'নষ্টনীড়'-এর উপর ভিত্তি করে। বৃহস্পতিবার মেগার প্রোমো প্রকাশ্যে আসতে তেমনটাই দেখা গিয়েছে। এই ধারাবাহিকের নাম 'সম্পূর্ণা'।
ধারাবাহিকটি স্টার প্লাসে দেখা যাবে। এই মেগায় সন্দীপ্তার চরিত্রে নাম 'মিট্ট'। প্রোমোর শুরুতেই দেখা গিয়েছে ‘মিট্টি’ বাড়িতে ট্রফি জিতে ফেরার পরই তার মা তাকে রুটি বানাতে বলছে। ‘মিট্ট’ রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে। আবহে পর্দার 'মিট্টি' সন্দীপ্তার কন্ঠে শোনা যায়, ‘বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে বোঝাতে হয়েছে যে, মেয়েদের অস্তিত্বে কোনও গুরুত্ব নেই। হয়তো আমাকে কেউ কোনও দিনও বুঝতে পারেনি। আমার স্বপ্ন, আমার ইচ্ছের গুরুত্ব দেয়নি।’
আরও পড়ুন: 'ধূমকেতু' মুক্তি পেতেই বিশেষ বার্তা রাজের! 'শুভর জন্য সঠিক মানুষ…', প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা
এরপর শহরের ছবি ভেসে ওঠে পর্দায়। দেখা যায় ‘মিট্টি’র বিয়ে হয়ে গিয়েছে। সে একটা ব্যবসা শুরু করবে বলে ভাবছে। কিন্তু সে মেয়ে বলে নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে। সেখানে ‘মিট্টি’কে একটি ব্যাংকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আর তাকে এক ভদ্রলোক বলে, ‘ব্যবসা মেয়েদের জন্য নয়। আপনার গ্যারেন্টি কে নেবে।’ তখনই পর্দায় দেখা মেলে ‘মিট্টি’র বরের। সে এসে বলে, 'আমি গ্যারেন্টি নেব। আমি ওঁর স্বামী, ড. আকাশ।' তারপর সে 'মিট্টি'র চিবুকে হাত দিয়ে বলে, 'ছেলেদের জন্য মেয়েদের চোখের জল ফেলা উচিত নয়। তুমি ব্যবসা সামাল দাও, বাকি সব আমি সামলে নেব'।
তারপর 'মিট্টি'র বুটিক দেখানো হয়, সঙ্গে আরও বোঝা যায় যে সে এক সন্তানের মা-ও। তারপর ফের পর্দার 'মিট্টি'র কন্ঠে শোনা যায়, ‘কিন্তু আমার স্বামী তাঁর ভালোবাসা দিয়ে আমার জীবন বদলে দেয়।’
এরপরই প্রোমোয় এন্ট্রি নেয় ‘নয়না’। তাকে বলতে শোনা যায়, ‘আমার শুরু থেকেই ইচ্ছে ছিল জীবনে কিছু আলাদা করব। তাই সব সময় বড় স্বপ্ন দেখেছি। ড. আকাশ মালহোত্রা, সুপারহিরো।’ এই সময় 'আকাশ'-এর হাসপাতালে ‘নয়না’কে দেখা যায়। তারপর ফের ‘নয়না’ বলে, ‘যদি মাথায় ওঁর হাত থাকে তাহলে আমার সব স্বপ্ন সত্যি হবে।’ তবে এই সব কিছুর মধ্যেই হয় ছন্দ পতন 'আকাশ'-এর হাসপাতালে পুলিশ এসে হাজির হয়। আর প্রোমোর শেষ ছেড়ে যায় এক রহস্য। এরপর আকাশের কী হবে? 'মিট্টি' আর 'আকাশ'-এর জীবনের সঙ্গে 'নয়না' কীভাবে জড়িয়ে যাব? কেনই এল পুলিশ? তা জানতে চোখ রাখতে হবে স্টার প্লাসে। ২৮ অগস্ট থেকে এই ধারাবাহিক আসছে। প্রতিদিন রাত ৭টা বেজে ৩০ মিনিটে এই ধারাবাহিক সম্প্রচার হবে।