ভারত-পাক উত্তেজনা এখনও বর্তমান। এর প্রভাব যেমন পড়েছে অর্থনৈতিক ক্ষেত্রে তেমন বিনোদন জগতের প্রভাব পড়েছে মারাত্মকভাবে। পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে। শুধু তাই নয়, পাক শিল্পীদের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে।
বিগত বেশ কয়েকদিনে এমন অনেক পাকিস্তানি শিল্পী রয়েছেন যারা ভারতের বিরুদ্ধে মুখ খুলেছেন। নিজেদের দেশপ্রেমের কথা জাহির করতে গিয়ে একপ্রকার ভারতের বিরুদ্ধে কথা বলেছেন এই অভিনেতা অভিনেত্রীরা। এই আবহে মাহিরা খান, ফাওয়াদ খান সহ বেশ কিছু পাক শিল্পীদের বয়কট করেছে বলিউড, আগামী দিনে এই তারকাদের সঙ্গে যে কাজ করতে কেউ আগ্রহী নন, সেটাও বারবার বুঝিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মায়ের পাশাপাশি শাশুড়িকেও মাতৃদিবসের শুভেচ্ছা সিদ্ধার্থের, বাদ গেলেন না কিয়ারা
আরও পড়ুন: মাতৃ দিবসে দুই মায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন সলমন, বাবাকে জানালেন ধন্যবাদ
কিন্তু এই উত্তেজিত পরিস্থিতির মধ্যেও এমন একটি ভিডিয়ো ভাইরাল হল যা আপনার মন ভালো করে দেবে। প্রয়াত অভিনেতা ইরফান খানের বেশ কয়েক বছরের পুরনো একটি ভিডিয়ো আচমকাই সোশ্যাল মিডিয়ায় হয় ভাইরাল, যেখানে পাকিস্তান প্রসঙ্গে অভিনেতা এমন একটি কথা বলেন যা ভীষণভাবে যুক্তিসম্মত।
ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক পাক সাংবাদিক ইরফান খানকে যখন জিজ্ঞাসা করেন, ‘হ্যালো ইরফান ভাই, পাকিস্তানে আপনার অনেক ভক্ত রয়েছে। আপনি একবার পাকিস্তানে আসতে পারেন। এটা আমাদের জন্য সত্যিই আনন্দের হবে।’
সাংবাদিকের কথার উত্তরে ইরফান বলেন, ‘আমি পাকিস্তানে চলে তো যাব, কিন্তু ফিরে কী আসতে পারব?’ ইরফানের এই কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়েন সকলে। অল্প কথার মানুষ ইরফানের বুদ্ধিমত্তার তারিফ না করলেই নয়।
আরও পড়ুন: 'তুমিই ছিলে আমার...', মাতৃ দিবসে প্রয়াত মায়ের উদ্দেশ্যে কী লিখলেন বনি কাপুর?
আরও পড়ুন: 'কোনও বোকা মহিলার জন্য...', গোবিন্দার সঙ্গে বিয়ে ভাঙার খবরে ঠিক কী বললেন সুনীতা?
প্রসঙ্গত, ২০২০ সালের ২৯ এপ্রিল ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান ইরফান। বলিউড ছাড়াও হলিউডেও নিজের অভিনয়ের ছাপ ফেলেছিলেন এই অভিনেতা। বর্তমানে ইরফানের একমাত্র ছেলে বাবিল বলিউডে নিজের জায়গা পাকা করছেন।