চলতি বছর ৩৮ বছর দাম্পত্য জীবন পার করেছেন গোবিন্দা এবং সুনীতা আহুজা। তবে বিনোদন দুনিয়ায় এখন ১৮ বছর হোক বা ৩০ বছর, বহু চর্চিত তারকা দাম্পত্য জীবনই ভেঙে যাওয়ার কথা প্রায়ই শোনা যাচ্ছে। তাই যখন গোবিন্দার বিয়ে ভাঙার কথা শোনা গিয়েছিল তখন খুব একটা অবাক হননি কেউ। শোনা যাচ্ছিল তাঁদের ডিভোর্সের খবরও। তবে এবার গোবিন্দার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা রীতিমতো তুড়ি মেরে উড়িয়ে দিতে শোনা গেল স্ত্রী সুনীতাকে।
টাইমস নাউ-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে সুনীতা স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রসঙ্গে সকলকে আশ্বাস দিয়ে জানান, বিবাহ বিচ্ছেদ সম্পর্কে যে খবর শোনা গিয়েছে তা সম্পূর্ণ ভুয়ো। তিনি এও বলেন, গোবিন্দা এবং তিনি একে অপরকে ছাড়া বাঁচতে পারবেন না কখনও।
আরও পড়ুন: 'আমার ভাই আমাকে...', জম্মু থেকে ভাইয়ের পাঠানো কোন ভিডিয়ো পোস্ট করলেন অনুপম?
আরও পড়ুন: যুদ্ধের আবহে বাবাকে নিয়ে চিন্তিত, জম্মুর বাড়িতে কেমন আছেন সময় রায়নার বাবা?
বিবাহবিচ্ছেদ নিয়ে কথা বলতে গিয়ে সুনীতা বলেন, ‘গোবিন্দা কখনওই তৃতীয় ব্যক্তির জন্য পরিবার ছেড়ে চলে যাবেন না। এই প্রসঙ্গে যদি গোবিন্দা কোনওদিন কোনও কথা বলেন, তবেই বুঝবেন সেই কথার মধ্যে সত্যতা রয়েছে, না হলে গুজবে কান দেবেন না। তবে আমার মনে হয় না গোবিন্দা আমাকে ছাড়া বাঁচতে পারবে, আমিও গোবিন্দাকে ছাড়া বাঁচতে পারব না। গোবিন্দা কখনওই কোনও বোকা মহিলার জন্য পরিবার ছেড়ে দেবেন না।’
সুনীতা আরও বলেন,'গুজব শুনে কোনও কথা বলবেন না, যদি সাহস থাকে সরাসরি আমাদের জিজ্ঞাসা করুন। যদি এমন কোনও দিন কোনও কিছু ঘটে, তাহলে আমি সামনে দাঁড়িয়ে সকলকে বলবো। তবে আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে, আমার ঘর কোনওদিন ভাঙবে না।'
আরও পড়ুন: পাল্টা আঘাত হানায় ভারতের নিন্দে! ফাওয়াদকে কটাক্ষ রূপালির, মাহিরাকে কী বললেন অবিনাশ মিশ্র?
আরও পড়ুন: শুরুতেই শ্রীদেবীর সঙ্গে অভিনয়, তাও কেন বলি দুনিয়া থেকে হারিয়ে গেলেন এই অভিনেতা?
প্রসঙ্গত, বিনোদন জগতে প্রবেশ করার কয়েক বছরের মধ্যে গোবিন্দা বিয়ে করেছিলেন সুনীতাকে। তবে প্রথম প্রথম এই বিয়ের কথা অনেকেই জানতেন না। ১৯৮৬ সালে বিয়ে করার ৪ চার বছর এই বিয়ের কথা গোপন রেখেছিলেন অভিনেতা, পরে সর্বসমক্ষে এই বিয়ের কথা নিয়ে আসেন তিনি। গোবিন্দার দুই ছেলে মেয়ে, যশবর্ধন আহুজা এবং টিনা আহুজা।