বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা বহু দশক ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত, এবং আট থেকে আশি সব বয়সীদের জন্য বিনোদন প্রদান করে আসছেন। মুম্বইয়ের অন্যতম অভিজাত এলাকা জুহুতে বাড়ি শত্রুঘ্ন সিনহার। নাম রামায়ণ। বিয়ের আগে সোনাক্ষি সিনহাও বাবা-মায়ের সঙ্গে এই বাড়ির একতলায় থাকতেন। সম্প্রতি, কামিয়া জানি তার শো দ্য কার্লি টেলসের জন্য শত্রুঘ্ন সিনহার একটি সাক্ষাৎকার শুট করেছিলেন। নিজের ভিডিওতে অভিনেতার বাড়ি ঘুরে দেখিয়েছেন তিনি।
এই সাক্ষাৎকারে তাঁদের সঙ্গে হাজির হয়েছিলেন অভিনেতা পরেশ রাওয়ালও। এখানে রইল রামায়ণের অন্দরসজ্জার কিছু ছবি। এই ছবিগুলিতে পরেশ রাওয়াল এবং শত্রুঘ্ন সিনহাকে বাড়ির বসার ঘরে দেখা যাচ্ছে-

এটি বহুতলা বিশিষ্ট বাড়িটির একটি বাইরের লুক।

এটাই বাড়ির প্রবেশদ্বার। ভিডিওর শুরুতেই শত্রুঘ্ন সিনহার বাড়িতে ঢোকে কামিয়া জানি। দেখা যাচ্ছে বড়বড় ফ্লাওয়ার ভাস থেকে শুরু করে, দামি পেইন্টিং, মূর্তি, সোফা দিয়ে একটি ভিনটেজ লুক তৈরি করা হয়েছে।

এটা বাড়ির হলঘর। দেয়ালে একটি স্কেচ দেখা যায়। অন্য পাশে ডাইনিং টেবিল।

এটি বাড়ির একটি অংশ যেখানে বসার জন্য দুটি বেঞ্চি, যা খুব সম্ভবত লোহা বা রড আয়রনের।

পরেশ রাওয়াল সম্প্রতি হেরা ফেরি ৩ ছবির জন্য খবরে ছিলেন। অভিনেতা হঠাৎই ছবিটি থেকে তাঁর প্রস্থান ঘোষণা করেছিলেন। আর যার ফলে পরেশকে আইনি চিঠি পাঠান অক্ষয় কুমারও।
তবে পরে চলচ্চিত্রে কামব্যাক করেন পরেশ রাওয়াল। শীঘ্রই ছবিটির শুটিং শুরু হতে চলেছে। একই সঙ্গে শত্রুঘ্ন সিনহা বর্তমানে সিনেমা থেকে দূরে রাজনীতিবিদ হিসেবে কাজ করছেন।