বিগত বেশ কিছুদিন ধরেই চর্চায় আছেন ইমন। কখনও তাঁর গান অস্কারের জন্য মনোনীত হওয়ার কারণে, কখনও সেই তালিকা থেকে বাদ পড়ার কারণে, তো কখনও আবার কনসার্টে হিন্দি গান গাওয়ার বায়না ধরতে শ্রোতাকে কটাক্ষ করার জন্য। এদিন তিনি তাঁর দিল্লির একটি শো থেকে পারফরমেন্সের একটি ঝলক পোস্ট করতেই পড়লেন কটাক্ষের মুখে। কিন্তু কেন?
আরও পড়ুন: ঝরঝরে-মেদহীন স্ক্রিপ্টে থ্রিল-টুইস্ট ভরপুর! মাস্ট ওয়াচ ‘চালচিত্র’-এ 'শোস্টপার' তানিকা
কী ঘটেছে?
শনিবার, ২১ ডিসেম্বর রাতে ইমন চক্রবর্তী তাঁর দিল্লি কনসার্টের একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানেই দেখা যাচ্ছে একটি হলের ভিতরে ঠাসাঠাসি করে শ্রোতারা বসে আছেন পছন্দের গায়িকার গান শোনার জন্য। আর মঞ্চে তখন ইমন চক্রবর্তী রেহনা হ্যায় তেরে দিল ম্যায় ছবিটি থেকে জারা জারা গানটি গাইছেন। এই পারফরমেন্সের টুকরো ভিডিয়ো ইনস্টাগ্রামে তিনি এদিন পোস্ট করে লেখেন, 'দিল্লি, গতকাল রাতে তুমি দুর্দান্ত ছিলে।'
তাঁর এই পোস্টে অনেকেই যেমন প্রশংসা করেছেন, কেউ কেউ আবার কটাক্ষ করতেও ছাড়েননি। কিছুদিন আগে কলকাতার একটি শোতে তাঁকে পারফরমেন্সের মাঝে বারবার বাংলা গান থামিয়ে হিন্দি গান গাওয়ার কথা বলতেই গান থামিয়ে গায়িকা রীতিমত সেই কথার বিরোধিতা করেন। ভাইরাল হয়ে যায় তাঁর বক্তব্য। তিনি স্পষ্ট জানিয়ে দেন বাংলায় থাকতে গেলে বাংলা গান শুনতে হবে। আর এদিন তিনি দিল্লি গিয়ে হিন্দি গান গাওয়ায় এবং সেটার ভিডিয়ো পোস্ট করায় পড়েন কটাক্ষের মুখে।
এক ব্যক্তি লেখেন, 'ইমন, আপনি এই মঞ্চে বাংলা গান গাইলেন না কেন? বাংলা নিয়ে যত আদিখিতা শুধু বাংলা ভাষীদের উপরই নাকি?' কেউ আবার লেখেন, 'ওখানে আবার কাউকে বলেননি তো যে চুলের মুঠি ধরে বের করে দেব?'
বাংলার শোতে কী বলেছিলেন ইমন?
ইমন তাঁর সেই কনসার্টে এক শ্রোতাকে বলেছিলেন, ‘জোরের সঙ্গে বলা যে আমি বাংলা গান শুনব না, এটা অন্য কোন জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত। বাংলায় থাকছ। বাংলায় রোজগার করছ। বাংলা গান শুনবেনা বলছ? ফালতু জিনিস করবে না। এই রাজ্যের নাম বাংলা। পাঞ্জাবি গান শোনো, মারাঠি গান শোনো, ইংরেজি গান শোনো বাড়িতে। কিন্তু তোমার সাহস হল কী করে আমায় বাংলা গান গাইতে না বলতে? সাহস কে দিল? এই ভন্ডামিগুলো করো না। সাহস থাকলে স্টেজে এসো। বাংলায় থাকছ, বাংলায় চাকরি করছ, বাংলায় রোজগার করছ এদিকে বাংলা গান শুনবে না বলছ!’
আরও পড়ুন: তিনতলা কেক কেটে বিয়ের ২৫ বছর উদযাপন! টোটা-শর্মিলীর রৌপ্যজয়ন্তী বিবাহবার্ষিকীতে এলেন কারা?
আরও পড়ুন: খাদান জ্বরে থরহরি কাঁপছে বাংলা! প্রথম দিনেই ঘরে কত তুলল দেবের ছবি?
ইমনের গান অস্কারের সেরা ১৫ তে জায়গা পেল না
অস্কারের সেরা ৮৯ গানের মধ্যে ইমন চক্রবর্তীর গাওয়া ইতি মা গানটি জায়গা পেয়েছিল। সেই খবর প্রকাশ্যে আসতে হইচইও বাঁধে। কিন্তু কিছুদিন আগে যখন সেরা ১৫ এর তালিকা বেরোল তখন জানা গেল সেই তালিকায় নাম নেই পুতুল ছবিটির গানের।