গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল একটি ছবি। ছবিতে পানীয়র গ্লাসে হাতে দেখা গিয়েছে বিজেপির লোকসভা পদপ্রার্থী কঙ্গনা রানাওয়াতে। মান্ডির প্রার্থীর পাশে বিয়ারের বোতল হাতে দাঁড়িয়ে রয়েছেন সাদা শার্ট পরা এক ব্যক্তি। নাইটক্লাবের ভিতরে বার-কাউন্টারের সামনে বসে পোজ দিচ্ছেন কঙ্গনা। সেই ছবি নিয়েই উত্তাল বিরোধী শিবির। গ্যাংস্টার আবু সালেমের সঙ্গে পার্টি করেছিলেন কঙ্গনা এমন দাবি নিয়েও নেটপাড়ায় সরব হয়েছেন অনেকেই। আরও পড়ুন-মোদীকে লাল গোলাপ উপহার কঙ্গনার! কুইনের হয়ে প্রচারে মান্ডিতে হাজির প্রধানমন্ত্রী
এবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভাইরাল ছবির স্ক্রিনশট শেয়ার করে সপাট জবাব দিলেন কঙ্গনা। তিনি স্পষ্ট জানান, তাঁর পাশে দাঁড়ানো ব্যক্তি মোটেই আবু সালেম নন, বরং এক প্রখ্যাত বিনোদন সাংবাদিক।
কঙ্গনা ছবিটির একটি স্ক্রিনশট শেয়ার করেছেন ‘মরিয়া কংগ্রেস কর্মকর্তারা এই ছবিটি এই ক্যাপশন দিয়ে ছড়িয়ে দিচ্ছেন যে আমি গ্যাংস্টার আবু সালেমের সাথে পার্টি করছি। জানিয়ে দিই ইনি টাইমস অফ ইন্ডিয়ার প্রাক্তন বিনোদন সম্পাদক, সাংবাদিক মার্ক ম্যানুয়েল। এটা ওঁনার জন্য অসম্মানজনক। তিনি আবু সালেম নন এবং এই ছবিটি ফিল্মি পার্টিতে তোলা’।