ফারহা খানের রান্নার ব্লগের একটি নতুন পর্ব প্রকাশ্যে এসেছে। এবার তিনি তাঁর রাঁধুনি দিলীপকে নিয়ে কোরিওগ্রাফার তথা অভিনেত্রী ধনশ্রী বর্মার বাড়িতে গিয়েছিলেন। তিনি ধনশ্রীর সঙ্গে অনেক বিষয়ে কথা বলেছেন। তিনি তাঁকে তাঁর আসন্ন ছবি, রিয়্যালিটি শো এবং গান সম্পর্কেও জিজ্ঞাসা করেছেন। শুধু তাই নয়, ফারহা বলেছেন যে, তিনি অভিনেত্রীর প্রাক্তন যুজবেন্দ্র চাহালের সঙ্গে যোগাযোগ রাখেন। তাঁরা দু'জন প্রায় কথাবার্তা বলে থাকেন।
আরও পড়ুন: 'ও যা করেছে সেটা ভালোবাসা থেকেই…', 'দুই বাচ্চার মা…’ বিতর্কের মাঝে শুভশ্রীকে নিয়ে যা বললেন দেব
ওই বিশেষ পর্বে দেখা যায়, ফারহা ধনশ্রীর বাড়ি ঘুরে দেখাচ্ছেন। তাঁর বাড়ি ঘুরে দেখতে দেখতেই একটা ছবি দেখে পরিচালক বলেন, ‘আমার এটা খুব ভালো লেগেছে, লাভ বার্ডস।’ ফারহার কথা শুনে ধনশ্রী বললেন, ‘লাভ বার্ডস, মনে হচ্ছে...’। তারপর খানিক হাসেন। এরপর ফারহা বলেন, 'আবারও বুঝলাম তুমি খুব সাহসী।'
আরও পড়ুন: রাধাষ্টমীতে মেয়ের মুখ দেখালেন গৌরব-চিন্তামণি! নাম রাখলেন রাস্মিতা, জানেন এই নামের মানে কী?
আরও পড়ুন: ভাগ্নের জন্মদিনে সাহেব পোস্ট করতেই ‘সুস্মিতা মামি’ বলে নায়িকাকে সম্বোধন নেটিজেনদের!
যুজবেন্দ্র চাহাল সম্পর্কে ফারহা
এরপর ফারহা বলেন, 'যুজবেন্দ্র চাহালের সঙ্গে আমার যোগাযোগ আছে।' ধনশ্রী হেসে বললেন, 'লাভলি।' তারপর পরিচালক আরও বলেন, ‘ও আমাকে মেসেজ করে। ও আমাকে মা বলে ডাকে।' তারপরই ফারহা নায়িকার থেকে জানতে চান, 'এখন সব ঠিক আছে তো?’ ধনশ্রী বলেন, 'হ্যাঁ। হ্যাঁ। সব ঠিক আছে।' ফারাহ জিজ্ঞেস করেন, ‘ট্রোলিং কি বন্ধ হয়েছে?’ তা শুনে ধনশ্রী উত্তর দেন, 'আমি জানি না, মানে আমি মনোযোগই দিই না এই সব দিকে।' এতে ফারাহ বলেন, 'তোমার মনোযোগ দেওয়া উচিতও নয়। তুমি, এটা খুব ভালো ভাবে সামলেছ।' তারপর ফারহা ধনশ্রীকে জড়িয়ে ধরেন।
আরও পড়ুন: 'আমাদের বুঝি মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছিল…' ঋতুপর্ণ ঘোষের জন্মবার্ষিকীতে যা লিখলেন মীর
আরও পড়ুন: 'রাত তিনটে সময় অন্তঃসত্ত্বা অবস্থায় কাকুতি-মিনতি করে…', মা চাঁদনির নাম না করেই ট্রোলারদের জবাব অহনা!
কাজের সূত্রে, ধনশ্রী একটি রিয়্যালিটি শো-তে অংশ নিতে চলেছেন। রিয়েলিটি শো-এর নাম 'রাইজ অ্যান্ড ফল'। এটা ৫ সেপ্টেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে সম্প্রচারিত হবে। এর পাশাপাশি ধনশ্রী ‘আকাসম দাথি বাস্তব’ নামে একটি তেলেগু ছবিও করছেন। এই ছবিটি অক্টোবরে মুক্তি পাবে।