ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মিশমী দাস। বেশ কিছুদিন ধরেই প্রেম নিয়ে চর্চায় ছিলেন নায়িকা। একসময় তাঁকে বিভিন্ন সাক্ষাৎকারে প্রেম নিয়ে তাঁর তিক্ত অভিজ্ঞতার কথা বলতে শোনা যাচ্ছিল। তবে সব তিক্ততা সরিয়ে রেখে তাঁর জীবনে এসেছে নতুন প্রেম। ভুলিয়ে দিয়েছে তাঁর সমস্ত তিক্ততা। তাই প্রেমিকের জন্মদিনে তাঁর সঙ্গে ছবি দিয়ে আবেগে ভাসলেন নায়িকা।
আরও পড়ুন: 'ও যা করেছে সেটা ভালোবাসা থেকেই…', 'দুই বাচ্চার মা…’ বিতর্কের মাঝে শুভশ্রীকে নিয়ে যা বললেন দেব
সোমবার ইনস্টাগ্রামে নায়িকা তাঁর প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, ‘গত কয়েক মাস ঝড়ের মতো কেটেছে। অপ্রত্যাশিত, কখনও কখনও অসহনীয়। আমি এমন যুদ্ধ করেছি যেখানে আমি কখনও জিতব বলে ভাবিনি। কিছু দিন শান্তিতে থাকা কেমন হয় তা প্রায় ভুলেই গিয়েছিলাম। তারপর তুমি এসে হাজির হলে শান্তি হয়ে। যে শব্দগুলোকে নরম করে তুলেছে। রাতগুলোকে উষ্ণ করে তুলেছে। বুঝিয়েছে যে, এই লড়াইগুলো আর আমার একার নয়। তোমার ভালোবাসা আমাকে এমন ভাবে সুস্থ করেছে যে আমি কখনও ভাষা প্রকাশ করতে পারব না। তোমার জন্য আমি যা আসে তার মুখোমুখি হওয়ার শক্তি খুঁজে পাই। তোমার কারণে, আমি আবার শ্বাস নিতে শিখেছি।’
আজ নায়িকার প্রেমিকের জন্মদিন সেই সূত্র টেনে তিনি লেখেন, ‘তোমার জন্মদিনে, আমি তোমার মঙ্গল কামনা করার পাশাপাশি আরও বেশি কিছু চাই। আমি চাই এই ব্রহ্মাণ্ড তোমার প্রতি সদয় হোক, তুমি আমার প্রতি যেমন সদয় ছিলে। আমি চাই তোমার মন আনন্দে ভরে উঠুক, তোমার স্বপ্নগুলো কোনও বাধা ছাড়াই পূর্ণতা পাক। তোমার দিনগুলো কোমল হোক। আমি তোমার জন্য গর্বিত। শুভ জন্মদিন, আমার ভালোবাসা। তুমি বিশৃঙ্খলার মধ্যে আমার শান্তি।’
আরও পড়ুন: রাধাষ্টমীতে মেয়ের মুখ দেখালেন গৌরব-চিন্তামণি! নাম রাখলেন রাস্মিতা, জানেন এই নামের মানে কী?
প্রসঙ্গত, কয়েকমাস আগে টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেমের প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিশমি বলে বসেন, পুরুষদের সৃষ্টি করা ‘ভগবানের ভুল’ বলেই মনে করেন তিনি। পুরুষদের বোঝার ক্ষমতা নারীদের থেকে অনেকটাই কম হয়। নিজের ‘সিঙ্গল’ জীবনেই তিনি ভীষন খুশি বলেও জানান। পুরুষ বর্জিত একটি জীবন বেছে নিয়ে তিনি যে ভুল করেননি, সেটাও বারবার জানান অভিনেত্রী। বিয়ের কথা এখন একেবারেই চিন্তাভাবনা করছেন না মিশমি। তাঁর নাকি কাউকেই পছন্দ হয় না। তবে সত্যিই যদি সংবেদনশীল কাউকে খুঁজে পান, সেটা যে বয়সেই হোক না কেন তিনি অবশ্যই বিয়ে করবেন।