
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
টলিপাড়ায় ফের বিয়ের সানাই! আনন্দীর সেটে আদির বিয়ের প্রস্তুতি তুঙ্গে, কিন্তু কাউকে কিচ্ছুটি না জানতে দিয়ে চুপিচুপি বাস্তবে আইনি বিয়ে সেরে ফেললেন আনন্দীর নায়ক অর্থাৎ অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ছোটপর্দার অতি পরিচিত মুখ ঋত্বিক। এই পথ যদি না শেষ হয়-এর ‘টুবাইদা’র মহিলা অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়, তবে ভক্তদের হৃদয় ভেঙে মনের মানুষের সঙ্গেই সইসাবুদ করে বিয়ে এবং আংটি বদল সেরে ফেলেছেন ঋত্বিক।
ঋত্বিকের স্ত্রীর নাম দিশা দাস। দিশা পেশায় সমাজ মাধ্যম প্রভাবী। কাজের সূত্রেই আলাপ দুজনের। সুখবর জানতে পেরেই হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেতার সঙ্গে। মঙ্গলবার আনন্দীর শ্যুটিং নিয়েই ব্যস্ত অভিনেতা। তার ফাঁকেই সাড়ম্বরে গ্রহণ করলেন অভিনন্দন বার্তা। পর্দায় অনেকবার মালাবাদল সেরেছেন, সোমবার বাস্তবে আইবুড়ো নাম ঘুচিয়ে কেমন অনুভূতি? ঋত্বিকের জবাব, ‘আমার অনুভূতিটা ঠিক কী রকম ছিল, সেটা বলে এখন বোঝাতে পারব না। যার সঙ্গে থাকতে চেয়েছি, তাকেই বিয়ে করেছি। আর কী চাই….’।
আংটি বদলের সময় একদম বাঙালি সাজেই পাওয়া গেল দিশা ও ঋত্বিককে। গোলাপি পাড় হলুদ সিল্কের শাড়িতে মিষ্টি লাগছিল দিশাকে, সঙ্গে ছিমছাম গয়না। বউয়ের পাশে ঘিয়ে রঙা সিল্কের পাঞ্জাবিতে মানানসই ঋত্বিক। রেজিস্ট্রির সময় সবুজ শাড়িতে পাওয়া গেল মিসেস মুখার্জিকে। আর ঋত্বিকের পরনে ছিল সবুজ পাঞ্জাবি।
দিশার সঙ্গে কীভাবে আলাপ? অভিনেতা জানালেন, ‘প্রোমোশন্যাল শ্যুটের সূত্র ধরেই পরিচয় দিশার সঙ্গে। ওর সঙ্গে কথা হয়ত আগেও হয়েছে। তবে সামনাসামনি আলাপ বছর খানেকের’। আজকের প্রজন্ম যেখানে কমিটমেন্ট ফোবিয়াতে ভোগে, সেখানে চটজলদি বিয়ের সিদ্ধান্ত? ঋত্বিক বললেন, ‘৩৩ বছর বয়সে বিয়ে করব না আর কবে করব? আমি এখন-তখন ওত্তো বুঝি না। আমি জানি কোন সময়ে কোনটা করা উচিত। বাড়ির সবাই খুব খুশি আমাদের বিয়ে নিয়ে’।
এর আগে ঋত্বিকের সঙ্গে কখনও কো-স্টার অন্বেষা তো কখনও শ্রীতমার নাম জড়িয়েছে। প্রতিবারই প্রেমচর্চাকে ভুয়ো বলে উড়িয়েছিলেন ঋত্বিক। এদিন তাঁর সাফ বার্তা, ‘একটাই কথা বলব, এতদিন যেগুলো হয়েছে সেগুলো বন্ধ হোক।’
এত যে মহিলা ভক্তর মন ভাঙল? সেই নিয়ে কী বলবেন? অভিনেতা সপাটে জানালেন, ‘না, না মহিলা ভক্তদের মন ভাঙেনি। সবাই খুব খুশি। আমাকে সবাই অভিনন্দন জানাচ্ছে। ওরা সবাই খুশি আমার নতুন জীবনের জন্য। আমি খুশি যে সকলে দিশাকে ভালো মনে গ্রহণ করেছে।’
আইনি বিয়ের পর্ব মিটছে। সামাজিক বিয়েটা কবে? তা ভাঙতে না-রাজ অভিনেতা। শুধু বলেলন, ‘বাকিটা ক্রমশ প্রকাশ্য। এই মুহূর্তে কোনও প্ল্যান নেই। এই একটা ঝড় গেল, পরের ঝড়টা আসতে তো সময় লাগবে। আমি তো মাত্র একটা দিনেরই ছুটি পেয়েছিলাম সবকিছুর জন্য।’ আনন্দী টিমের সঙ্গে সেলিব্রেশন এখনও বাকি আছে। সবে নায়িকা ফিরেছে। একদিন শ্যুটিং সেটে জমিয়ে খাওয়া-দাওয়া হবে জানিয়ে দিলেন ঋত্বিক।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports