'ডায়মন্ড দিদি জিন্দাবাদ' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ডোনা ভৌমিক। যদিও খারাপ টিআরপি-র কারণে তা খুব কম সময়েই বন্ধ হয়ে যায়। কিন্তু দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পান ডোনা। সোশ্যাল মিডিয়াতেও তাঁর ফ্যান ও ফলোয়ার্স নেহাত কম নেই। আর এবার নিজের প্রেমিক থুরি হবু বরের সঙ্গে পরিচয় করালেন ডোনা।
সোশ্যাল মিডিয়া পোস্টে ডোনা ভৌমিক লিখলেন, ‘দারুণ কাটুক সায়ন্তনদা তোমার এবারের জন্মদিন। বেশি কিছু বলার নেই, শুধু এটাই বলব আমি আছি, আমি থাকব। সারাজীবন (রেড হার্ট ও ইভিল আই ইমোটিকন)’।
সঙ্গে ডোনা আরও লেখেন, ‘ও আমার প্রেমিক না। আমার হবু স্বামী (ইভিল আই ইমোজি)। কিন্তু এখনই বিয়ে হচ্ছে না। আমি নিশ্চিত তোমরা বুঝতে পারবে।’
সায়ন্তনের সঙ্গে তিনটি ছবিও শেয়ার করেছেন ডোনা। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বন্ধু-অনুরাগী-পরিবারের সদস্যরা। একজন লেখেন, ‘কিন্তু হবু বরকে দাদা বলে কে ডাকে?’ তাতে ডোনার জবাব, ‘আমি’!
তা কে এই সায়ন্তন মুখোপাধ্যায় জিৎ?
সোশ্যাল মিডিয়া বলছে, ডোনার প্রেমিক বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। বরং তিনি কাজ করেন বাজাজ ফিনান্সে। এর আগে নোভোটেল, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের মতো কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। বর্ধমানের ছেলে, তবে বর্তমানে কলকাতার বাসিন্দা।
মাঝে টলিপাড়ায় ফিসফাস ছিল যে ডায়মন্ড দিদি জিন্দাবাদ সিরিয়ালের নায়ক অয়ন ঘোষের সঙ্গে প্রেম চলছে ডোনার। যদিও নিজেদের বরাবরই বন্ধু বলে পরিচয় দিয়েছিলেন তাঁরা।