নেটফ্লিক্সের নতুন ডকু-সিরিজ ‘দ্য রোশনস’, প্রয়াত সুরকার রোশনের পারিবারিক জীবনকে অনুরাগীদের কাছে তুলে ধরে। এই সিরিজে রাকেশ রোশন, রাজেশ রোশন এবং হৃতিক রোশন সহ বলিউডের বেশ কয়েকজন বড় তারকার সাক্ষাৎকারও রয়েছে। শোয়ের নির্মাতা, চলচ্চিত্র নির্মাতা শশীরঞ্জন, এই ডকু সিরিজ নিয়ে Hindustan Times-কে নানান কথা বলেছেন।
শশীরঞ্জন অনুভব করেন যে এই ফর্ম্যাটে প্রয়াত রোশনের গল্প বলার একটি জায়গা রয়েছে, যা তাঁকে সিরিজটি তৈরি করতে বাধ্য করেছে। ভারতে অডিওভিজুয়াল ফরম্যাটে কোনও ডকুমেন্টেশন নেই। তাই জায়গা ছিল। আর রোশন সাহেবের কাজ নিজেই কথা বলে'।
পুরো নাম রোশন লাল নাগরথ, সুরকার তাঁর প্রথম নামেই বেশি পরিচিত। ১৯৪৮-৬৭ সাল পর্যন্ত হিন্দি ছবিতে সুরকার হিসাবে কাজ করেছেন তিনি। নিজের কেরিয়ারে তিনি বেশ কয়েকটি চার্টবাস্টার এবং সর্বকালের সেরা কিছু ক্লাসিক গান উপহার দিয়েছেন। তবে সুরকার রোশনের নাম নওশাদ, লক্ষ্মীকান্ত-পেয়ারেলালের মতো সমসাময়িক বা তাঁর জুনিয়র আরডি বর্মনের থেকে খুব কমই আলোচিত হয়। যে বিষয়টিতে মোটেও খুশি নন সুরকার রোশনের ছেলে রাকেশ রোশন। এমনটাই জানিয়েছেন ডকু-সিরিজের পরিচালক শশীরঞ্জন। আর এটাই তাঁকে ডকু-সিরিজের জন্য অনুপ্রেরণা জুগিয়েছে।
আরও পড়ুন-নাদানিয়ায় ইব্রাহিম ও খুশির বাবা মায়ের ভূমিকায় এই ৪ সেলিব্রেটি, কারা তাঁরা?