নতুন বছরেই সুখবর শুনিয়েছেন দেব। জানিয়েছেন ২০২৪ সালে অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী এবং তাঁর ত্রয়ীর ছবি মিস গেলেও ২০২৫ সালে আসছেই তাঁদের নতুন ছবি। আর সেই ছবির নাম প্রতীক্ষা হবে না। বরং নাম রাখা হয়েছে প্রজাপতি ২। কবে থেকে শুরু ছবির শ্যুটিং?
আরও পড়ুন: শববাহী শকটেই শ্মশানে এলেন দেব-রুক্মিণী, অরুণ রায়ের শেষকৃত্যে শিশুর মতো কেঁদে ফেললেন ‘বিনোদিনী’
কী জানা গেল প্রজাপতি ২ প্রসঙ্গে?
প্রজাপতি ছবিটিতে দেবের বিপরীতে দেখা গিয়েছিল এপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। তবে এবারও কি শ্বেতা ভট্টাচার্য থাকবেন নায়িকা হিসেবে? এই বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি আনুষ্ঠানিক ভাবে। বরং আগে শোনা গিয়েছিল এই ছবিতে দেবের বিপরীতে থাকবেন বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন। মাঝে ওপার বাংলার পরিস্থিতি উত্তাল হলে সেই বিষয়ে প্রশ্ন তৈরি হয়। কিন্তু এখন অবস্থা অনেকটা স্বাভাবিক হওয়ায় সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে দেবের বিপরীতে কাকে দেখা যাবে সেই উত্তর সময়ই দেবে।
তবে এটুকু নিশ্চিত প্রজাপতি ২ প্রজাপতি ছবিটির সিক্যুয়েল। মিঠুন চক্রবর্তী ই থাকছেন দেবের বাবা হিসেবে আর ২০২৩ এর মতো ২০২৫ এও শীতে অর্থাৎ দেবের জন্মদিনের সময়ই বড় পর্দায় উড়বে প্রজাপতি ২। তার আগে মার্চ মাস থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। লন্ডনে হবে শ্যুটিং। যদিও কলকাতায় কিছু অংশের শ্যুটিং হবে না পুরোটাই লন্ডনে সেটা জানা যায়নি।
প্রজাপতি ২ ঘোষণা দেবের
দেব বুধবার তাঁর আগামী ছবির ঘোষণা করে লেখেন, '২০২৪ এর কিছু অসমাপ্ত গল্প ২০২৫ এ বলা হবে। ভীষণ আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমাদের পরবর্তী ছবি প্রজাপতি ২।' এদিন এই পোস্টে তিনি তাঁদের হিট ত্রয়ীর একটি ছবিও পোস্ট করেন।
কেবল প্রজাপতি ২ নয়। দেবকে এই বছর দেখা যাবে রঘু ডাকাত ছবিতেও। দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে এই বছর পুজোয় মুক্তি পাবে এই ছবিটি।