চারিদিকে শুধুই ‘রঘু ডাকাত’ ছবির জয়জয়কার। কিন্তু এর মাঝেই বিনোদিনী সিনেমা হলের সামনে দেখতে পাওয়া যায় এমন একটি দৃশ্য, যা দেখে একবারের জন্যও থমকে যেতে হবে। ছবির সাফল্যের মধ্যেই এক অসহায় বৃদ্ধকে এমন অবস্থায় দেখেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দেব।
কী ঘটেছে?
পুজোর মরশুমে ব্যস্ততম রাস্তায় হঠাৎ করেই আচমকা দেখতে পাওয়া যায় এক বৃদ্ধকে। বিনোদিনী সিনেমা হলের সামনে হাতে বাটি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। এক হাতে লাঠি আর এক হাতে বাটি নিয়ে গলায় লাগানো প্ল্যাকারে তিনি লিখেছেন তাঁর অসহায়তার কথা।
আরও পড়ুন: পরনে নেই কোনও দামী শাড়ি, সাদামাটা পোশাকে ধরা দিলেন শ্রীময়ী, ব্যাপার কী?
আরও পড়ুন: ‘বাঙালি রঘু ডাকাত দেখছে সেটাই বিশাল...', দেবকে কী বললেন বিনোদিনী পরিচালক?
জানা গিয়েছে, ঐ বৃদ্ধের নাম চিরঞ্জিত সেনগুপ্ত। ফল বিক্রি করেই একসময় জীবিকা নির্বাহ করতেন। স্ত্রী, নাতনি এবং এক পুত্রকে নিয়ে চলছিল সংসার। কিন্তু হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে কিছুদিনের ব্যবধানে স্ত্রী এবং পুত্র মারা যান। অসহায় চিরঞ্জিতবাবু নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন একাধিকবার কিন্তু একমাত্র নাতনির মুখের দিকে তাকিয়ে সেটা আর হয়ে ওঠেনি।
বৃদ্ধ নিজেও ক্যান্সার আক্রান্ত রোগী। যদিও এখন তিনি কিছুটা সুস্থ তবে অসুস্থ হওয়ায় আগের মতো কাজকর্ম করতে পারেন না চিরঞ্জিতবাবু। নাতনির মুখে খাবার যোগানোর জন্যই তাই এবার রাস্তায় ভিক্ষা করতে নেমেছেন তিনি। মানুষের কাছে অর্থ চাইছেন কাতরভাবে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখেই সাহায্যের হাত বাড়িয়ে দেন দেব।
আরও পড়ুন: বেগুন ভাজা থেকে পটলের দোর্মা! ‘রক্তবীজ ২’ ছবিকে কীভাবে ব্যাখ্যা করলেন কৌশিক?
আরও পড়ুন: 'আমি তো অতিথি...', নিজের বাড়ির পুজোয় কীভাবে সময় কাটান ডোনা?
সোশ্যাল মিডিয়ায় ই নিউজ বাংলার সেই পোস্ট শেয়ার করে লেখেন, ‘কেউ যদি এই বৃদ্ধের নম্বর আমাকে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। আমার টিম যোগাযোগ করে নেবে।’ দেবের এই পোস্ট দেখে খুশি নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন, ‘আপনি একজন রাজনীতিবিদ আপনি চাইলেই ওঁর খোঁজ নিতে পারেন।’ অন্য একজন লিখেছেন, ‘হাতিবাগান চত্বরেই হয়তো ওনার বাড়ি হবে, একটু ভালো করে খোঁজ নিলেই পাওয়া যাবে।’