বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মা হওয়ার পর থেকেই নিজেকে লাইমলাইট থেকে দূরে রয়েছেন। খুব কমই প্রকাশ্যে আসেন আজকাল দুয়ার মা। যদিও খবর, পরের ছবির স্ক্রিপ্ট ইতিমধ্যেই হাতে চলে এসেছে দীপিকার। সঙ্গে প্রেগন্যান্সি ফ্যাট কমিয়ে নিয়ে একেবারে পুরনো চেহারাতে ফিরতেও তিনি বদ্ধ পরিকর।
রবিবার দীপিকার একটি নতুন ভিডিয়ো সামনে এসেছে। যা মুম্বই বিমানবন্দরের। যেখানে দীপিকাকে দেখা গেল নীল রঙের একটি ঢিলেঢালা লম্বা শার্টে। সঙ্গে কালো চশমা। আর টোট ব্যাগ।
তবে দেখা গেল, এবারেও সদ্য মা হওয়া অভিনেত্রীকে দেখে ফের সীমা হারাল ট্রোলাররা। কেউ বাড়তি ওজন নিয়ে করল ট্রোল, আরেকদল আবার পোশাক নিয়ে। একটি মন্তব্য লেখা হয়েছে, ‘বাবার শার্ট পরে এসেছে নাকি। যা পারে গায়ে গলিয়ে নেয়।’ আরেকটি মন্তব্য লেখা হয়, ‘প্রেগন্যান্সির সময় তো দীপিকাকে এত মোটা লাগত না। দিন দিন কেমন গোলুমোলু হয়ে যাচ্ছে।’ তৃতীয় মন্তব্যটি, ‘এক ফোঁটাও সাজগোজ করেনি বেচারি। বোঝাই যাচ্ছে মেয়েকে নিয়ে ঠিক কতটা ব্যস্ত’।
এদিন দীপিকার সঙ্গে ছিলেন তাঁর মা উজ্জ্বলা পাড়ুকোন ও বোন অনিশা পাড়ুকোন।
কাজের কথা বললে, দীপিকা পাড়ুকোনকে আগামীতে অ্যাটলি পরিচালিত ‘AA22XA6’ ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। সম্প্রতি নির্মাতারা একটি ইন্ট্রোডাকশন ভিডিয়ো শেয়ার করে দীপিকার এন্ট্রি নিশ্চিত করেছেন। অভিনেত্রী শীঘ্রই শ্যুটিং শুরু করবেন। এছাড়াও দীপিকার কাছে কাল্কির দ্বিতীয় অংশও রয়েছে।
মাঝে সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট ছবিতে কাজ করার কথা হয়েছিল দীপিকার। তবে অ্যানিমাল পরিচালকের সঙ্গে দ্বন্দের কারণে সেই ছবি হারান তিনি। শোনা যায়, ছবির লাভের একটা বড় অংশ দাবি ছিল দুয়ার মায়ের, মোটা পারিশ্রমিক, আর সঙ্গে ৮ ঘণ্টা কাজের শিফট। আর সেটাই মানতে পারেননি ভাঙ্গা। আর তাতেই সরিয়ে দেওয়া হয় দুয়ার মাকে।