Coolie vs War 2 Box Office collection: আপাতত গোটা দেশের প্রেক্ষাগৃহগুলিতে রমরমিয়ে চলছে দুটি সিনেমা-- ওয়ার ২ আর কুলি। লোকেশ কনগরাজ পরিচালিত রজনীকান্ত অভিনীত কুলি, আর অয়ন মুখোপাধ্য়ায়ের পরিচালনায় হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ওয়ার ২-- দুটেই বেশ ভালো পরিমান আয় করেছে। চলুন জেনে নেওয়া যাক এবারে মঙ্গলবারে কত আয় হল ছবিদুটির।
কুলির বক্সঅফিস আয়:
বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার সিনেমাটি বক্স অফিসে দারুণ শুরু করেছিল। প্রথম সোমবার সিনেমাটির ব্যবসায় একটা বড় পতন দেখা যায় এবং ৬ষ্ঠ দিনে, অর্থাৎ মঙ্গলবারে আরও কমে যায়। তবে, এত কিছুর পরেও দেশের বাজারে সিনেমাটি ২০০ কোটি টাকার গণ্ডি পার করে
Sacnilk নামক একটি ট্রেড ওয়েবসাইটের মতে, কুলি মঙ্গলবার ভারতে আনুমানিক ৯.৫০ কোটি টাকা নেট আয় করেছে, যার ফলে মোট কালেকশন দাঁড়িয়েছে ২১৬ কোটি টাকা। মুক্তির প্রথম দিনে, অর্থাৎ বৃহস্পতিবার ১৪ অগস্ট কুলির কালেকশন ছিল ৬৫ কোটি টাকা। শুক্রবার ১৫ অগস্ট ১৫% পতন হয়ে কালেকশন দাঁড়ায় ৫৪.৭৫ কোটি টাকা। সপ্তাহান্তে সিনেমাটির ব্যবসায় আরও পতন দেখা যায়, যা ছিল শনিবার ৩৯.৫ কোটি টাকা এবং রবিবার ৩৫.২৫ কোটি চাকা। সোমবার কুলি-র আয় ছিল ১২ কোটি টাকা।
তবে কুলি ইতিমধ্যে বিশ্বব্যাপী ৪০০ কোটির টাকার বেশি আয় করেছে। এবং রজনীকান্ত-এর সর্বোচ্চ আয় করা সিনেমাগুলির মধ্যে একটি এটি। এটি 'ওয়ার ২'-এর থেকে এগিয়ে থাকলেও, 'সাইয়ারা' এবং 'ছাবা'-র মতো সিনেমাগুলি এখনও এর প্রতিদ্বন্দ্বী, যেগুলি ভারতে ৩২৪.৭৫ কোটি টাকা এবং ৬০১.৫৭ কোটি টাকা আয় করেছে।
ওয়ার ২-র বক্স অফিস কালেকশন:
হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ওয়ার ২ মঙ্গলবার বক্স অফিসে তার মন্থর রান অব্যাহত রেখেছে, ষষ্ঠ দিনে আনুমানিক ৮.২৫ কোটি টাকা সংগ্রহ করেছে। যার ফলে ভারতের মোট সংগ্রহ বর্তমানে ১৯২.৭৫ কোটি টাকায় পৌঁছেছে।
ওয়ার ২ সিনেমাটি প্রথম পাঁচ দিনে ১৮৩.৫০ কোটি টাকা আয় করেছিল, তবে মঙ্গলবারের আয় উল্লেখযোগ্যভাবে কমেছে, যা সপ্তাহের দিনগুলিতে আয় আরও কমার ইঙ্গিত দেয়। ছবিটি পরিচালনা করেছেন অয়ন মুখোপাধ্যায়। হিন্দি, তেলুগু এবং তামিল ভাষায় মুক্তি পেয়েছে ওয়ার ২। তবে বিশ্বব্যপী ছবি ইতিমধ্যেই ৩০০ কোটিতে পা রেখে ফেলেছে।
প্রথম দিনে ওয়ার ২ আয় করেছে ৫২ কোটি টাকা। এটি হিন্দি ভাষায় ২৯ কোটি, তামিল ভাষায় ০.২৫ কোটি এবং তেলেগু ভাষায় ২২.৭৫ কোটি টাকা আয় করে। দ্বিতীয় দিনে হৃতিকের ছবিটি আয় করেছে ৫৭.৩৫ কোটি টাকা (হিন্দিতে ৪৪.৫ কোটি, তামিলে ০.৩৫ কোটি, তেলেগুতে ১২.৫ কোটি)। তৃতীয় দিনের ছবির আয় হয় ১৪২.৩৫ কোটি টাকা। ওয়ার ২ শনিবার ৩৩.২৫ কোটি টাকা এবং রবিবার ৩২.১৫ কোটি টাকা আয় করেছে। সোমবার পঞ্চম দিনে ওয়ার ২-এর সংগ্রহ নেমে আসে মাত্র সাড়ে আট কোটি টাকায়।