কনসার্ট করতে এসে ভারত সফর জমিয়ে উপভোগ করছেন কোল্ডপ্লের সহ-প্রতিষ্ঠাতা ও গায়ক ক্রিস মার্টিন ও তাঁর বান্ধবী, হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন। রবিবার আহমেদাবাদে তাঁদের শেষ কনসার্ট করেছে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে। আর কনসার্ট শেষ হতেই মহাকুম্ভ মেলায় হাজির গায়ক ক্রিস ও তাঁর বান্ধবী ডাকোটা।
ইতিমধ্যেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভে পৌঁছেও গিয়েছেন ক্রিস মার্টিন ও ডাকোটা জনসন। সংবাদ সংস্থা ANI-এ উঠে এসেছে সেই ভিডিয়ো। গেরুয়া রঙের পোশাক পরে মহাকুম্ভে পৌঁছে যেতে দেখা গিয়েছে এই দুই আন্তর্জাতিক তারকাকে। মহাকুম্ভ মেলায় ভিড়ের মধ্যে দিয়ে গাড়িতে করে যেতে দেখা গিয়েছে ক্রিস মার্টিন ও ডাকোটা জনসনকে।
আরও পড়ুন-সইফের হামলায় নারী যোগ! এরাজ্যের নদিয়া থেকে গ্রেফতার ১ মহিলা
কোল্ডপ্লের 'মিউজিক অব দ্য স্ফিয়ারস' সফরের অংশ হিসেবে চলতি মাসের শুরুতে(১৬ জানুয়ারি) ভারতে এসেছেন ক্রিস মার্টিন ও তাঁর কোল্ডপ্লের ব্যান্ড। আর ক্রিসের এই সফরে তাঁর সঙ্গী হয়েছেন হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন।
২৬ জানুয়ারি, রবিবার আহমেদাবাদে ছিল কোন্ডপ্লে-র কনসার্ট। সেদিন ব্যন্ডের নিজস্ব গান ছাড়াও ভারতবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে 'বন্দে মাতরম' ও 'মা তুঝে সালাম'-এর মতো দেশাত্মবোধক গানের বেশ কয়েকটা লাইন গান ক্রিস। কথা বলেন হিন্দি ও গুজরাটি ভাষাতেও। এমনকী একসময় এদেশে ব্রিটিশ শাসন ও অত্যাচারের জন্য ক্ষমাও চেয়ে নেন গায়ক ক্রিস। তাঁর এমন ব্যবহারে সেদিন মুগ্ধ হয়েছিলেন ভারতীয় শ্রোতা বন্ধুরা।
আবার সেদিন ক্রিসের কনসার্ট শুনতে হাজির হয়েছিলেন ক্রিকেটার জসপ্রীত বুমরা। দর্শকাসনে থাকা বুমরা ব্রিটিশ গায়কের নজরেও আসেন। আর তখন বুমরাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রিস। ভারতীয় এই বোলারকে নিয়ে গানও গেয়ে ফেলেন। সেই গানের কথাগুলি ছিল…'জসপ্রীত তোমার বোলিং খুবই ভালো লাগে। তবে তুমি যখন ইংল্যান্ডের ব্য়াটিং লাইনআপকে ধ্বংস করো, সেটা দেখতে মোটেও ভালো লাগে না।' নিমেষে ক্যামেরাবন্দি হয় সেই মুহূর্তটি। ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরালও হয়েছে ক্রিস-বুমরা-র সেই মুহূর্ত…।