
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বিচ্ছেদের পর কী সত্যি দুটো মানুষ সব মায়া, স্মৃতি, সম্পর্ক ছেড়ে আলাদা হয়ে যেতে পারে? ডিভোর্স মানেই কি সব শেষ? এটা সম্ভব। এইরকম একাধিক প্রশ্নের জবাব এই বছর নিজের ছবির মাধ্যমে দিয়েছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ২ জুন মুক্তি পেয়েছিল কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং জয়া আহসান অভিনীত ছবি অর্ধাঙ্গিনী। এবার সেই আসছে ছোট পর্দায়। স্টার জলসায় আগামী ২৪ ডিসেম্বর দুপুর একটায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে অর্ধাঙ্গিনীর। তার আগে হিন্দুস্তান টাইমস বাংলার মুখোমুখি হয়েছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। জানালেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে শুরু করে একাধিক বিষয়।
চূর্ণী গঙ্গোপাধ্যায়: একটা সুবিধা তো আছেই। সেটে আমরা একে অন্যের সঙ্গে কলিগের মতোই বিহেভ করি। কিন্তু আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভীষণ ভালো। ও কী চাইছে, কোন ইমোশন চাইছে সেটা সুন্দর করে বুঝিয়ে দিতে পারে, আমিও আবার উল্টো দিকে বুঝে যাই যে ও কী বলতে চাইছে।
চূর্ণী গঙ্গোপাধ্যায়: এই রে! এটা এখনই বলা যাচ্ছে না। সময় সুযোগ হলে, তেমন গল্প এলে নিশ্চয় হবে।
আরও পড়ুন: জোর টক্কর দাদা-দিদির, এই সপ্তাহের নন ফিকশন টিআরপি মার্কশিটে সেরা হল কে?
আরও পড়ুন: 'ডাঙ্কি যখন টাকা খরচ করে দেখব তখন...', প্রধান কাবুলিওয়ালা মুক্তির আগেই বিস্ফোরক অঙ্কুশ, লিখলেন কী?
চূর্ণী গঙ্গোপাধ্যায়: বলিউডে অনেক বড় স্কেলে কাজ হয়। তবে, বলিউডের সেটে যখন অত প্রাচুর্যের মধ্যে কাজ হয় তখন নিজের শহর, বাংলা ইন্ডাস্ট্রির জন্য গর্ব হয়।
চূর্ণী গঙ্গোপাধ্যায়: ওখানে একটা সেটের যা খরচ সেটা দিয়ে আমরা এখানে একটা গোটা ছবি তৈরি করে ফেলি। তাহলে ভাবুন আমাদের ক্রিয়েটিভিটি কতটা ভালো। আমাদের এখানে সেই রকম ক্রিয়েটিভিটি আছে বলেই না অল্প বাজেটে এত সুন্দর সব ছবি বানানো হচ্ছে। গল্প বলা হচ্ছে। আবার সেই ছবিগুলোই দেশে বিদেশে সম্মান পাচ্ছে, সমাদৃত হচ্ছে।
চূর্ণী গঙ্গোপাধ্যায়: ভীষণ খুশি আমি যে আমাদের ছবি স্টার জলসায় দেখানো হবে। আমি নিজেও আগে এখানে একটা সময় কাজ করেছি। বহু মানুষ এই চ্যানেল দেখেন, ফলে এই ছবি আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। অনেকেই এই ছবি দেখেছেন তাঁরা আবার দেখতে চেয়েছেন, অনেকেই দেখেননি তাঁরাও দেখবেন, ফলে সমস্ত দর্শকদের জন্য আগামী ২৪ ডিসেম্বর ছোট পর্দায় আসছে অর্ধাঙ্গিনী।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports