বাংলা নিউজ > বায়োস্কোপ > নেপোটিজম থেকে মাদকযোগ : সুশান্তের মৃত্যু বলিউডকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে গেল
পরবর্তী খবর

নেপোটিজম থেকে মাদকযোগ : সুশান্তের মৃত্যু বলিউডকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে গেল

২০২০ সালের অর্ধেক সময় জুড়ে সংবাদ শিরোনামে থাকল সুশান্ত মামলা

২০২০ সালের শেষ ছয় মাস জুড়ে গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। নেপোটিজম থেকে মাদকযোগ- সুশান্তের মৃত্যু প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বলিউডকে। 

করোনা ছাড়া এই বছরের শেষ ছয় মাস যে খবর গোটা দেশজুড়ে থেকেছে চর্চার কেন্দ্রবিন্দুতে তা হল সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যু। মাত্র ৩৪ বছর বয়সে এক প্রতিভাবান,ঝকঝকে তারার খসে পড়বার যন্ত্রণার আজও তাড়া করে বেড়াচ্ছে দেশবাসীকে। এই রহস্যমৃত্যু ঘিরে রাজনৈতিক টানাপোড়েন কম হয়নি। গ্ল্যামারদুনিয়ার সঙ্গে জড়িয়ে থাকা অন্ধকারময় দিক, বলিউডের মাদকযোগের মতো বিষয়গুলিকেও প্রকাশ্যে এনে দিয়েছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা।

গত ১৪ জুন দুপুরে গোটা দেশের ব্রেকিং নিউজ ছিল-‘বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার সুশান্ত সিং রাজপুতের দেহ, আত্মহত্যা করলেন বলিউড তারকা’। মুম্বই পুলিশ প্রাথমিক তদন্তে দাবি করেছিল ডিপ্রেশনের শিকার সুশান্ত আত্মঘাতী হয়েছেন। যদিও সেই তত্ত্ব সহজে মেনে নিতে পারেনি সুশান্ত অনুরাগীরা। এরপর ইন্টারনেটে ফাঁস হয়ে যায় সুশান্তের মরদেহের বেশ কিছু ছবি। যেগুলি ঘিরে হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। 

বান্দ্রা থানায় মহেশ ভাট 
বান্দ্রা থানায় মহেশ ভাট  (PTI)

কাঠগড়ায় দাঁড় করানো হয় করণ,আদিত্য,মহেশ ভাটকে : 

সুশান্তের মৃত্যুকে ঘিরে বলিউডে মাথাচাড়া দিয়ে উঠে নেপোটিজম বিতর্ক। বি-টাউনের আউটসাইডার সুশান্ত সাত বছরের ফিল্মি কেরিয়ারে কাই পো ছে, এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি, ছিছোড়ের মতো ছবি উপহার দিতেও যোগ্য সম্মান পাননি, কোথাউ যেন ব্রাত্যই থেকে গিয়েছিলেন! তাঁর মৃত্যুর পর করণ জোহর, আদিত্য চোপড়ার মতো প্রযোজক থেকে সঞ্জয় লীলা বনশালি, সলমন খানেরা জনরোষের মুখে পড়েন। পাবলিক প্ল্যাটফর্মে সুশান্তকে নিয়ে বিরূপ বা কুরুচিকর মন্তব্যের জন্য নেটিজেনরা একহাত নেন আলিয়া, সোনম, করিনাদের।

‘আউটসাইডার’ বলেই সুশান্তকে ‘টার্গেট’ করে ডিপ্রেশনের দিকে ঠেলে দিয়েছে বলিউড এমন অভিযোগ করেন কঙ্গনা রানাওয়াতও।ক্রমেই সুশান্ত মৃত্যুর বিতর্কের আঁচে দগ্ধ হতে থাকে মায়ানগরী। একের পর এক স্টারকিডকে নিশানা করা হয়। টুইটার ছেড়ে ‘পালান’ সোনাক্ষী সিনহা,আয়ুশ শর্মারা। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্সে বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হন সোনম, আলিয়া সহ একাধিক বলিউড সেলেব। 

সুশান্তের মৃত্যুর পরের দিনই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ ঘোষণা করেন, এই মৃত্যুর কারণ হিসাবে ‘পেশাদার রেষারেষি’র দিকটি জোর দিয়ে খতিয়ে দেখবে মুম্বই পুলিশ। এরপর বান্দ্রা পুলিশ থানায় আগামী এক মাস ধরে একের পর এক তাবড় তাবড় বলিউড ব্যক্তিত্ব হাজিরা দিয়েছে। প্রায় ৫৬ জনকে এই মামলায় জেরা করেন মুম্বই পুলিশ।

সুশান্ত সিং রাজপুত ও রিয়া চক্রবর্তী (ছবি সৌজন্য ইনস্টাগ্রাম rhea_chakraborty)
সুশান্ত সিং রাজপুত ও রিয়া চক্রবর্তী (ছবি সৌজন্য ইনস্টাগ্রাম rhea_chakraborty)

রিয়ার বিরুদ্ধে অভিযোগ সুশান্তের পরিবারের : 

তবে এটা ছিল শুধু হিমশৈলের চূড়া। সুশান্ত মামলা সবচেয়ে প্রথম বড় টার্নিং পয়েন্ট নেয় ২৭ জুলাই। এদিন সন্ধ্যায় জানা যায়,দু-দিন আগে (২৫ জুলাই) বিহারের রাজীব নগর পুলিশ থানায় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিনেতাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা দায়ের করেছেন প্রয়াত অভিনেতার বাবা কেকে সিং।  

মুম্বই পুলিশের তদন্তে সন্তুষ্ট ছিল না পরিবার, তাই জিরো এফআইআর নয়, মুখ্যমন্ত্রী নীতিশের নির্দেশে পাটনা পুলিশ এই মামলার তদন্ত শুরু করে। এরপরই শুরু হয় সুশান্তের মৃত্যু নিয়ে বিহার ও মহারাষ্ট্র সরকারের টানাপোড়েন, যা হয়ে দাঁড়ায় শিবসেনা বনাম বিজেপির ‘ইগো’র লড়াই।

মামলা গেল সিবিআইয়ের হাতে:

বিহার পুলিশের একটি টিম মুম্বইয়ে সুশান্ত মামলার তদন্তে গেলে তাঁদের বাধা দেওয়ার অভিযোগ উঠে, এরপর অগস্টের শুরুতেই বিহারের টিমকে নেতৃত্ব দিতে আইপিএস বিনয় তিওয়ারি মুম্বই পৌঁছালেই তাঁকে কোয়ারেন্টাইন করা হয় বিএমসির তরফে। পাটনা পুলিশের এফআইআর অবৈধ এই দাবি তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রিয়া। পালটা বিহার সরকার কেন্দ্রের কাছে এই মামলা সিবিআইয়ের হাতে সঁপে দেওয়ার আর্জি জানায়। সুপ্রিম নির্দেশে শেষমেশ অগস্টের প্রথম সপ্তাহে এই মামলা তুলে দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে।

প্রকাশ্যে বলিউডের মাদকযোগ : 

সিবিআই এই মামলার তদন্তভার নেওয়ার পাশাপাশি বিহার পুলিশের এফআইআরের ভিত্তিতে স্বতঃপ্রণোদিতভাবে এই মামলার তদন্তে যোগ দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কারণ সুশান্তের বাবা এফআইআরে ১৫ কোটি টাকা তছরূপের অভিযোগ এনেছিলেন। ইডির তদন্তের সূত্র ধরেই উঠে আসে রিয়া চক্রবর্তীর মাদকযোগের হদিশ। এরপর অগস্টের শেষেই এই মামলার তদন্তে নামে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। যা সুশান্তের মৃত্যু মামলার দ্বিতীয় টার্নিং পয়েন্ট হিসাবে ধরা যেতে পারে।

মিডিয়া ট্রায়াল নিয়ে শুরু হয় বিতর্ক 
মিডিয়া ট্রায়াল নিয়ে শুরু হয় বিতর্ক  (MINT_PRINT)

এনসিবির তদন্ত যত এগিয়েছে ততই চাঞ্চল্য বেড়েছে। মাদক কারবারীদের সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে, এবং সুশান্তকে মাদক কিনতে আর্থিক মদত ও স্লাপাই দিতেন শৌভিক-রিয়া এই অভিযোগে চক্রবর্তী পরিবারের দুই সন্তানকেই গত ৫ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর গ্রেফতার করে এনসিবি। রিয়া-শৌভিকের হোয়াটসঅ্যাপে চ্যাটের সূত্র ধরে একের পর এক নামী বলিউড ব্যক্তিত্বের নাম জড়ায় মাদক মামলায়।

জাস্টিস ফর রিয়া ক্যাম্পেন :

আদালতে দোষী প্রমাণিত হওয়ার আগেই অহেতুক রিয়াকে দোষী সাব্যস্ত করেছে মিডিয়া। এর বিরুদ্ধে সুর চড়িয়ে ‘জাস্টিস ফর রিয়া’র ডাক তোলেন শিবানি দাণ্ডেকর,সোনম, তাপসী পা্ন্নুরা। এনসিবি দফতরে জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছানোর সময় ‘পিতৃতন্ত্র নিপাত যাক’ বার্তাও দিয়েছিলেন রিয়া। সেই জোয়ারে গা ভাসান করিনা কাপুর, বিদ্যা বালানের মতো তারকারাও। সেই নিয়ে সুশান্ত ভক্তদের তীব্র কটাক্ষের মুখে পড়ে বি-টাউন। 

দীপিকা থেকে সারা- এনসিবির নজরদারিতে প্রথম সারির তারকারা : 

রিয়ার গ্রেফতারির পরেও মাদককাণ্ডের আঁচ কমেনি। দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রাকুল প্রীত সিং, শ্রদ্ধা কাপুরের মতো প্রথম সারির নায়িকাদের নাম জড়ায় এই মামলায়। এনসিবির হাতে গ্রেফাতর হন করণ জোহরের সংস্থায় এক এক্সিকিউটিভ ডিরেক্টর। অক্টোবর মাসে এনসিবির হাতে অর্জুন রামপালের প্রেমিকা তথা সন্তানের মা গ্যাব্রিয়েলার ভাই। যার জেরে ড্রাগ বিতর্কে ঢুকে পড়ে অর্জুন রামপালের নামও। 

এনসিবি দফতরে তিন নায়িকা 
এনসিবি দফতরে তিন নায়িকা 

বলিউডের এই মাদকযোগের জট খুলতে থাকলে একটা শ্রেণির মিডিয়া বলিউডের ঘায়ে ‘নেশাখোর’ তকমা সেঁটে দেয়। কঙ্গনা রানাওয়াতও বলিউডের মাদকাসক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। বলেন প্রথমসারির ৯৫% তারকাই মাদকাসক্ত। বলিউডের উপর ধেয়ে আসা আক্রমণকে সংসদের মঞ্চে স্ট্রেট ব্যাটে খেলেন জয়া বচ্চন। নাম না করেই কঙ্গনাকে তিনি বার্তা দেন- ‘যে থালায় খাচ্ছো, সেই থালা ফুটো করছো’।

দোষী মিডিয়া? 

বলিউডকে কালিমালিপ্ত করবার চেষ্টা চালাচ্ছে মিডিয়ার একটা অংশ, এই অভিযোগ এনে বিবৃতি জারি করে প্রোডিউসার গিল্ড। এখানেই থেমে না থেকে আইনি পথে হেঁটে বেশ কিছু সংবাদমাধ্যমের বিরুদ্ধে। অক্টোবরের ১২ তারিখ মুম্বইয়ের ৩৪ টি ফিল্ম প্রযোজনা সংস্থা ও চারটি চলচ্চিত্র সংগঠন দুটি সংবাদ চ্যানেল ও চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা ঠুকলেন আদালতে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির মানহানি করা হয়েছে সংবাদ পরিবেশনের নামে, এই অভিযোগ এনে আদালতের দ্বারস্থ শাহরুখ খান, সলমন খান, আমির খানরা।

কঙ্গনা রানাওয়াত
কঙ্গনা রানাওয়াত (PTI)

চর্চায় কঙ্গনা : 

সুশান্ত মামলা নিয়ে একের পর বিস্ফোরক মন্তব্য করেছেন কঙ্গনা। মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে মহারাষ্ট্র সরকারের সঙ্গে প্রকাশ্য সংঘাতে জড়িয়েছেন। বিএমসির তরফে তাঁর অফিস বাড়ি ভাঙা পড়েছে।  এরপর কেন্দ্রের তরফে ওয়াই প্লাস সিকিউরিটি পেয়েছেন কঙ্গনা! সব মিলিয়ে চর্চায় থেকেছেন পর্দার কুইন। 

খুন নাকি আত্মহত্যা? 

বছর শেষ। সুশান্তের মৃত্যুর ৬ মাস অতিক্রান্ত। ‘জাস্টিস ফর সুশান্ত’ আন্দোলনের আঁচ সোশ্যাল মিডিয়ায় এতটুকুও ঠান্ডা হয়নি। বছরের অন্তিম লগ্নে, ৩০ ডিসেম্বর- অভিনেতার মৃত্যুর তদন্তভার তুলে নেওয়ার ১৪৫ দিনের মাথায় এই তদন্ত নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল সিবিআই। আত্মহত্যা নাকি খুন? সেই প্রশ্ন এখনও জিইয়ে রাখছেন তদন্তকারীরা। তাঁদের বিবৃতি- ‘সিবিআই অত্যন্ত পেশাদারভাবে মামলার তদন্ত চালাচ্ছে সবরকম বৈজ্ঞানিক পদ্ধতির কথা মাথায় রেখে। তদন্তের সময় সব সম্ভাবনার কথা মাথায় রেখেই এগোনো হচ্ছে, এখনও পর্যন্ত কোনও সম্ভাবনাকেই খারিজ করা হয়নি’।

Latest News

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে বড় কিছু ঘটতে চলেছে? চাপ বাড়ছে ইসলামাবাদের ৬-০ বলে নোংরামি করছিল, সেই রউফকে মেরেই এশিয়া কাপ জিতল ভারত! এবার হাত দেখাবে তো? 'কিছু একটা ভুল...,' তামিলনাড়ু পদপিষ্ট-কাণ্ডে কেন্দ্রকে ইঙ্গিতবাহী বার্তা শশীর প্রোজেক্ট ‘ফায়ার ওয়ালে’ আঘাত! ভারতীয়দের US-এ ফেরা আটকাতে ‘অপারেশন ক্লগ দ্য টয়লেট ট্রাম্পের ১০০ শতাংশ শুল্কবাণে কতটা ক্ষতি সান ফার্মার? কী বলছে HSBC রিপোর্ট 'মন কি বাত'-এ দেশবাসীকে খাদি বস্ত্র কেনার আহ্বান মোদীর! ২ অক্টোবর নিয়েও বার্তা মাদক মামলার পর মুছে ফেলেন, ফের কোন জিনিস নিজের জীবনে ফিরিয়ে আনলেন আরিয়ান? সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় ইচ্ছাকৃতভাবেই পুলিশ বাধা তৈরি করছে, অভিযোগ সজলের মুখ থুবড়ে পড়ছে যুদ্ধবিমান! রউফকে বোল্ড করেই পালটা ওষুধ বুমরাহের, পালাল হ্যারিস 'না পসন্দ' ট্রাম্প! US-র আফগান ঘাঁটি দখলের বিরুদ্ধে একজোট চিন-সহ ৪ দেশ

Latest entertainment News in Bangla

মাদক মামলার পর মুছে ফেলেন, ফের কোন জিনিস নিজের জীবনে ফিরিয়ে আনলেন আরিয়ান? ৪৩ বছরের জন্মদিন, সাদা হচ্ছে দাড়ি, ভিডিয়ো বার্তা রণবীরের, মাঝে এসব কী করল রাহা 'কিং'-এর সেট থেকে শাহরুখের ছবি ভাইরাল? এবার দীপিকার লুক দেখতে চাইলেন নেটিজেনরা 'কখনও আলাদা করে…', পুজো প্রেম নিয়ে যা বললে 'কথাগ্নি' সুস্মিতা-সাহেব নিসা ও যুগকে নিয়ে দুর্গা মণ্ডপে কাজল! মা ও দিদির সঙ্গে খুনশুটিতে মজে অজয়-পুত্র বিতর্কে নো পাত্তা! ষষ্ঠীতে মায়ের সঙ্গে আদুরে ছবি ভাগ করে নিলেন ‘রঘু ডাকাত’ দেব মেয়ে সানাকে নিয়ে কলকাতায় ঠাকুর দেখলেন মহারাজ! ছবি পোস্ট করে কী বার্তা দিলেন সৌরভ কাকা মারা যাওয়ার পর প্রথম দুর্গা পুজো! চোখে জল নিয়ে জড়িয়ে ধরলেন কাজল-রানি সাইয়ারা ভাগ্য বদলে দিল আহানের! বনশালির ছবির নায়ক হচ্ছেন অনন্যার খুরতুতো ভাই? ‘ডাকাত দেখতে হলে দেবী চৌধুরানী দেখুন’! শুধু রক্তবীজ ২ নয়, প্রসেনজিতেও আছেন কুণাল

IPL 2025 News in Bangla

৮৬ দিন পর মৌনতা ভাঙল RCB! চিন্নাস্বামীতে পদপিষ্ট-কাণ্ডে নিহতদের জন্য বড় ঘোষণা বিতর্কে কোহলির ভিডিয়ো! IPL 2025 জয়ের পরে RCB শোভাযাত্রার দুর্ঘটনায় নতুন মোড় গোপন থাকল না রিপোর্ট, বেঙ্গালুরুতে পদপিষ্ট কাণ্ডে RCB-র ঘাড়েই দোষ চাপাল সরকার টাকা ধার নিয়ে ফেরত দেয়নি… যৌন শোষণের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন RCB-র তারকা আইপিএল-এর মূল্যায়ন ১৫৮,০০০ কোটি ছাড়াল! সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি হল… রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়!

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.