বাংলা নিউজ > বায়োস্কোপ > শুধুই নারীর ক্ষমতায়নের কথা নয়, মাতৃত্ব ও সম্পর্কে এক অন্যরকম গল্পও বলল অনন্যা-র 'অন্নপূর্ণা', কেমন হল এই ছবি?

শুধুই নারীর ক্ষমতায়নের কথা নয়, মাতৃত্ব ও সম্পর্কে এক অন্যরকম গল্পও বলল অনন্যা-র 'অন্নপূর্ণা', কেমন হল এই ছবি?

কেমন হল 'অন্নপূর্ণা'?

অপেক্ষা ছিলই…, বহুদিন পর আরও একবার বড়পর্দায় কেন্দ্রীয় চরিত্রে হয়ে ফিরলেন অনন্যা চট্টোপাধ্যায়। ছবির প্রেক্ষাপট কলকাতা ও লন্ডন হলেও আদ্যপ্রান্ত বাঙালিয়ানায় ভরপুর একটা গল্প। কাহিনী ছিমছাম হলেও মা 'অন্নপূর্ণা'র চরিত্রটি অনেককিছু শিখিয়ে দিয়ে যায়। নিজের পায়ে দাঁড়ানোর জন্য বয়স কোনও বাধা নয়, আবার দৃঢ় ইচ্ছাশক্তি দিয়ে অনেক কঠিন পথ জয় করার অনুপ্রেরণা যোগায় এই 'অন্নপূর্ণা'র গল্প।

গল্প শুরু হয় পুরোনো ঐতিহ্যবাহী দাসশর্মা বাড়ির দুর্গাপুজোর পটভূমিতে। পুজো শুরুর হবে, তাই স্নান সেরে প্রস্তুতি নিচ্ছিলেন বাড়ির কর্ত্রী অন্নপূর্ণা। সুন্দর সেই আবহে রয়েছে স্বামীর সঙ্গে অন্নপূর্ণার প্রেমালাপ ও অল্পবিস্তর খুনসুটি। যদিও সেই প্রেমের গল্পে ছোট্ট একটা টুইস্ট আছে, তবে সেটা এখানে নাইবা ফাঁস করলাম। এদিকে বাড়ির পুজোয় দুবছর পর কলকাতায় ফেরে দসশর্মা বাড়ির মেয়ে আনন্দী, সঙ্গে জামাই অতনু। পুজোর কটাদিন আত্মীয়-স্বজনদের নিয়ে বেশ হইহই করে কেটে যায়। এবার আনন্দীর লন্ডনে ফেরার পালা, তবে এবার সে একপ্রকার জোর করেই নিজের মাকেও বেশকিছুদিনের জন্য সঙ্গে করে নিয়ে যায় লন্ডনে।

বেশকিছুদিন লন্ডনে মা-জামাই-এর সঙ্গে দিব্যি কাটছিল 'অন্নপূর্ণা'র জীবন। তবে ধীরে ধীরে পরিবেশ-পরিস্থিতি অনেকটাই বদলে যেতে লাগল। এই পরিস্থিতিতে অন্নপূর্ণার সঙ্গে আলাপ হল রনির। যে কিনা কলকাতা থেকে লন্ডনে ছুটে গিয়েছে নিজের প্রেম নিকোলকে কাছে পেতে। তবে সেখানে গিয়ে জীবিকার তারনায় শুরু হয়েছে রনির লড়াই। তবে ঘটনাচক্রে রনি ও নিকোলের সঙ্গে জুড়ে যান অন্নপূর্ণাও, বলা ভালো অন্নপূর্ণার মাতৃত্বই তাঁদের কাছাকাছি আনে। আবার রনির হাত ধরেই ভিনদেশে গিয়ে এই প্রবীণা অন্নপূর্ণা জীবনে শুরু হয় কর্মজীবন ও নিজস্ব পরিচয় তৈরির এক অন্যরকম লড়াই। ঘটনাচক্রে তাঁদের সঙ্গে জুড়ে যান বি বি অর্থাৎ বিনয় বিশ্বাস। তিনিও প্রবাসী বাঙালি। এরপর গল্প নানান চড়াই উৎরাই পথ পার করে নিজস্ব চলন ভঙ্গীতে এগিয়ে চলে।

এর থেকে বেশিকিছু বলে দিলে হলে গিয়ে ছবি দেখার মজাটাই চলে যাবে, তা বাকিটা থাকনা…।

ছবির গল্প তো মোটামুটি বোঝা গেল, তবে চিত্রনাট্যে যে খুব কঠিন বা জটিল, তেমনটা এক্কেবারেই নয়। এক্কেবারেই ছিমছাম সহজ-সরল বাংলা বাঙালির ভাবাবেগকে কাজে লাগিয়েই গল্প লেখা। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে আবেগের মোটা একটা প্রলেপ। আর সেন্টিমেন্ট-ই এই ছবির মূল রসদ, কারণ এটাই আপনাকে ছবির সঙ্গে জুড়ে রাখবে। আবার কখনওবা সিনেমা দেখতে দেখতে নিজের অজান্তেই আবেগের ফল্গু ধারায় চোখের পাতাও হয়তবা ভিজে যাবে। তবু খামতি কি নেই? আছে বৈকি। যেমন মেয়ে জামাইকে সম্পূর্ণ অন্ধকারে রেখে তাঁদেরই বাড়িতে অন্নপূর্ণার ফুড ডেলিভারির ব্যবসাটা ঠিক বিশ্বাসযোগ্য নয়। আবার শুধুমাত্র মাতৃত্বের টানেই ভিনদেশে গিয়ে সম্পূর্ণ অপরিচিত যুবক রনিকে পুত্রস্নেহে অন্নপূর্ণার এতটা কাজে টেনে নেওয়াটাও যুক্তিতে মেনে নিতে একটু হলেও আটকে যায়। তবে আবেগের ভরে করে এই খামতিগুলো আবার বাণিজ্যিক ছবির নিজস্ব চলনে দিব্যি উতরে যায়।

আবার মা ও মেয়ের রসায়নও যে ছবিতে দারুণভাবে জমে উঠেছে তেমনটা নয়। তবে মেয়ের প্রতি অন্নপূর্ণার অপত্য স্নেহ, টান পরিচালক কিছুটা প্রচ্ছন্নভাবে রেখেছেন। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে অন্নপূর্ণা-র মাতৃত্বের টান, আর এই চরিত্রে অনন্যা চট্টোপাধ্যায়ের অভিনয় মন ছুঁয়ে যায়। তিনি দক্ষ অভিনেত্রী, একথা নতুন করে বলার কিছু নেই। তবে এই ছবিতে আরও একবার নিজস্ব মুন্সিয়ানাতেই ‘অন্নপূ্র্ণা’র বেশে টুক করে কখন যে তিনি আপনাদের মনের গভীরে ঢুকে পড়বেন, তা হয়ত টেরই পাবেন না।

আরও পড়ুন-লোকে কিন্তু এখনও ভাবেন ডাক্তার-ইঞ্জিনিয়র ছাড়া, বাকি কোনও কাজই ঠিকঠাক পেশা নয়: অনন্যা চট্টোপাধ্যায়

অভিনয়ের ক্ষেত্রে প্রশংসা অবশ্যই প্রাপ্য বিবি অর্থাৎ ওবিনয় বিশ্বাসের (কাঞ্চন মল্লিক) চরিত্রটির। মুন্নি-র ভূমিকায় অনুষ্কা বিশ্বনাথনও বেশ প্রাণোচ্ছল, চনমনে। আবার দিতিপ্রিয়াও আনন্দীর ভূমিকায় যথেষ্ঠ সাবলীল। জামাই অতনুর ভূমিকায় অর্থ মুখোপাধ্যায়ও মন্দ নয়, তবে এই চিত্রনাট্যে তাঁর বিশেষ কিছু করার ছিল না। তবে ভালো লাগে অন্নপূর্ণার স্বামীর ভূমিকায় শান্তিলাল মুখোপাধ্যায়ের অভিনয়। মন্দ লাগেনি রনির ভূমিকায় ঋষভ বসু ও নিকোল-এর ভূমিকায় আলেকজান্দ্রাকেও ।

ছবিতে যেভাবে ‘অন্নপূর্ণা’র মতো এমন ব্যক্তিত্বময়ী, দৃঢ়চেতা নারীর গল্প সুন্দরভাবে তুলে ধরেছেন সেজন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্ত পরিচালক অংশুমান প্রত্যুষের। সবথেকে বড়কথা এই ছবি নারী ক্ষমতায়নের কথা বললেও এখানে সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, বাঙালি পুরনো ঐতিহ্যের বিরুদ্ধে তেমন তীব্র প্রতিবাদ নেই। বরং ঐতিহ্যের সঙ্গে হাত ধরাধরি করেই এগিয়ে চলে নারী ক্ষমতায়নের বিষয়টি। সাধারণ, ছাপোষা অথচ শিক্ষিতা, ব্যক্তিত্বময়ী, একই সঙ্গে মাতৃস্নেহে ভরপুর অন্নপূর্ণা নারী চরিত্রটিই এই ছবির মূল প্রাপ্তি। যিনি কিনা যৌবন পার করে বৃদ্ধ বয়সে এসেও এই ছবির মূল আকর্ষণ হয়ে উঠেছেন। সবমিলিয় অংশুমান প্রত্যুষের ‘অন্নপূর্ণা’কে ১০-৯ দেওয়াই যায়।

বায়োস্কোপ খবর

Latest News

শুধু নারীর ক্ষমতায়নের কথা নয়,মাতৃত্ব ও সম্পর্কে এক অন্যরকম গল্প বলল 'অন্নপূর্ণা' রাতে ভালো ঘুম হয় না! এই কাজ করুন বেডরুমে, রইল ফেং শুই টিপস ছোটদের পড়াশোনা নিয়ে জোর করেন? বড় ক্ষতি হচ্ছে আপনার অজান্তেই ক্যাটরিনা কাইফের মতো উজ্জ্বল ত্বক চান! এই ৫টি ত্বকের যত্নের টিপস অনুসরণ করুন মোহনবাগান যদি ভাবত চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে,তাহলে ফুল টিম খেলাতো! অকপট বাস্তব অর্জুনের দায়িত্ব যদি যুবরাজ নেয় তাহলে বদলে যাবে সচিন পুত্রের কেরিয়ার- যোগরাজ সিং 'ভারত শাস্তি দেবেই…' পাককে ইন্ডিয়ান আর্মির শক্তির কথা মনে করাল সুফি কাউন্সিল ডাকাতির ঘটনায় গ্রেফতার হলেন বিজেপি নেতা, পুরুলিয়ায় বিড়ি ব্যবসায়ীর বাড়িতে লুঠপাট চলল অভিযান, ৩০ বছর পলাতক থাকা জঙ্গি গ্রেফতার গাজিয়াবাদ থেকে জম্মু-কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের গুলিতে শহিদ হলেন নদিয়ার ঝন্টু আলি শেখ

Latest entertainment News in Bangla

শুধু নারীর ক্ষমতায়নের কথা নয়, মাতৃত্ব ও সম্পর্কে এক অন্যরকম গল্প বলল'অন্নপূর্ণা' পহেলগাঁওয়ের রক্তে ধুয়ে গেল ফাওয়াদের ‘আবির গুলাল’, ছবি মুক্তি বন্ধ করল কেন্দ্র অনুপমের গান গাইছেন বিদেশিনী! ভাইরাল জাপানে বাংলার নতুন বছরকে বরণের ঝলক ‘গভীরভাবে শোকাহত এই নৃশংস...’, পহেলগাঁও হামলা নিয়ে নীরবতা ভাঙলেন ফাওয়াদ 'দেশের আত্মার দগদগে ক্ষত' পহেলগাঁওয়ের হামলা! ক্ষোভে ফুঁসছেন অরিজিৎ-শ্রেয়ারা প্রেমিকার মৃত মাকে কন্যা-রূপে চান সুকেশ! জেলে বসেই জ্যাকলিনকে দিলেন কোন উপহার? ‘কেন জন্মালাম?’, প্রশ্ন রূপমের, হঠাৎ কেন এমন বললেন রকস্টার? পাঁড় মাতাল ছিলেন হৃতিকের দিদি! মেয়ের সমস্ত টাকা-পয়সা কেড়ে নেন রাকেশ, তারপর…? প্রথম স্থান ফের হাতছাড়া পরিণীতার! ফুলকি না জগদ্ধাত্রী- কে এবারের বেঙ্গল টপার? মাত্র দুদিন আগেই পহেলগাঁওয়েই ছিলেন আলিয়া! কী বললেন অনুরাগের মেয়ে?

IPL 2025 News in Bangla

IPL-র ম্যাচের আগে হঠাৎই RCBর প্রাক্তনীদের খুঁজছেন RR হেডস্যার দ্রাবিড়! কারণ? অভিনব মানোহরকে মেরে মাটি ধরিয়ে দিলেন বুমরাহ! কী হল তারপর? সমালোচনার মুখে জসপ্রীত জানেন কার জন্য SRH-এর বিরুদ্ধে ম্য়াচ জিততে চেয়েছিলেন সূর্যকুমার যাদব? আম্পায়ারও তো পয়সা নিচ্ছেন, যার কাজ তাকে করতে দাও… ইশানকে সেহওয়াগের কড়া বার্তা সুযোগ পেলে অবশ্যই IPL-এ খেলব… PSL-এ কি খেলতে চান না পাকিস্তানের পেসার আমির? ১০৩টে ক্যাচ মিস! ৫ বছরের IPL ইতিহাসে আগে কখনও এত খারাপ হয়নি, চিন্তায় উদ্যোক্তারা ২০১৬-র পরে ফের IPL-এ এই কীর্তি রোহিতের, SRH-কে উড়িয়ে একলাফে লিগ টেবিলের তিনে MI রিভার্স স্কুপে ছক্কা হাঁকানোর পরের বলেই ক্লাসেনকে ফিরিয়ে ট্রিপল সেঞ্চুরি বুমরাহর সততা দেখাতে গিয়ে বোকা কালিদাস হলেন ইশান,আউট না হয়েও পুরনো দলকে উপহার দিলেন উইকেট টসের পরে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার নিন্দা হার্দিকের,ভারতের পাশে অজি তারকা কামিন্স

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.