
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শীঘ্রই মুক্তি পাবে সানি দেওল, আমিশা প্যাটেল অভিনীত 'গদর-২'। ছবির প্রচারেই বিভিন্ন সাক্ষাৎকারের মুখোমুখি হতে হচ্ছে আমিশাকে। তারই মাঝে এক সাক্ষাৎকারে আমিশার দাবি, OTT প্ল্যাটফর্মে যা কিছু দেখানো হয় তা ভারতীয় সংবেদনশীলতার জন্য উপযুক্ত নয়। তাঁর মতে ভারতীয় দর্শকরা 'পরিচ্ছন্ন' বিনোদনের জন্য ক্ষুধার্ত, যা আজকাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যায় না।
ঠিক কী বলেছেন আমিশা?
অভিনেত্রী বলেন, ‘মানুষ ভালো, পরিচ্ছন্ন সিনেমার জন্য অপেক্ষা করে থাকেন। আগে এমন সিনেমা তৈরি হত যা আপনি নাতি-নাতনি দাদু, ঠাকুমা সকলের সঙ্গে বসে দেখতে পারতেন, এখন OTTতে তা হয় না। OTT -তে শুধু সমকামিতা, সমকামী-উভকামীদের কথা থাকে। এমন দৃশ্য থাকে যা দেখতে হলে আপনাকে বাচ্চাদের চোখ ঢেকে রাখতে হয়। এবার আপনার টেলিভিশনেও চাইল্ড লক লাগাতে হবে যাতে বাচ্চারা OTT প্ল্যাটফর্মগুলি নাগাল না পায়’।
আমিশার কথায়, ‘গদর-২’ ছবিতে নির্মাতারা একটা সুন্দর সারমর্ম তুলে ধরার চেষ্টা করেছেন, তাতে মূল্যবোধ রয়েছে। এই ছবিতে হৃদয় বিদারক কিছু মুহূর্ত, দুর্দান্ত অ্যাকশন দৃশ্য এবং সংলাপ রয়েছে। ২০০০ সালে হৃতিক রোশনের বিপরীতে ‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমার হাত ধরে বলিউডে পা রাখেন আমিশা প্যাটেল। গদর-২ ছবিতে সানি দেওলের তারা সিং-চরিত্রের বিপরীতে সাকিনার ভূমিকায় দেখা যাবে আমিশাকে। ২০২৩-এর ১১ অগস্ট মুক্তি পাবে গদর-২।
এদিকে সম্প্রতি আমিশা প্যাটেল তাঁর একাধিক টুইটে গদর-২ এর পরিচালক অনিল শর্মা ও তাঁর প্রযোজনা সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। লেখেন, 'মে মাসের শেষে চণ্ডীগড়ে যখন এই ছবির শেষভাগের শুটিং হয়েছে তখন একাধিক টেকনিশিয়ান যেমন মেকআপ আর্টিস্ট, কস্টিউম ডিজাইনার, সহ আরও অনেকেই তাঁদের প্রাপ্য টাকা পাননি। যদিও পরে জি স্টুডিওজের জন্য সবাই সবার টাকা পেয়ে যান।' ‘গদর ২’ ছবিটি ২০০১ সালে মুক্তি পাওয়া গদরের সিক্যুয়েল। এখানে অনিল শর্মার ছেলে উৎকর্ষ শর্মা, সানি দেওল, আমিশা প্যাটেলকে দেখা যাবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports