'কোয়ি মিল গয়া'তে ‘মা-ছেলে’ রেখা-হৃত্বিকের রসায়ন সকলেরই মন কেড়েছিল। একটা সময় হৃত্বিককে ‘ছেলে’ বলেও সম্বোধন করেছিলেন রেখা। 'আক্ষেপ' করে বলেছিলেন, 'আমারও যদি ওর (হৃত্বিকের) মতো একটা ছেলে থাকত…'। তবে এবার হৃত্বিক নয় HT মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অভিষেক বচ্চনকে বুকে টেনে নিলেন রেখা।
৩ মার্চ HT মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের বহু নক্ষত্র। ছিলেন, সোনম কাপর আহুজা, ফারহান আখতার, শিবানী দান্ডেকর, শিখর ধাওয়ান, অক্ষয় কুমার, শিল্পা শেট্টি, এ আর রহমান সহ আরও অনেকেই!
অনুষ্ঠানের মঞ্চে পুরস্কার হাতে তুলে দিতে আগেই ডেকে নেওয়া হয়েছিল কিংবদন্তি অভিনেত্রীকে। তাই রেখা তখন মঞ্চেই ছিলেন। পরে ডেকে নেওয়া হয় অক্ষয়-অভিষেকদের। অক্ষয় মঞ্চে উঠে রেখার পাশা দিয়েই এগিয়ে গিয়ে দাঁড়ান। কারণ, অভিনেত্রী তখন অন্য একজনের সঙ্গে কথা বলতে ব্যস্ত। এরপর ঠিক পরই অভিষেক মঞ্চে উঠলেন। নাহ, অভিষেক দেখেই তাঁকে বুকে টেনে নেন রেখা। দুজনের মধ্যে সৌহার্দ্য বিনিময় হয়। সুন্দর সেই মুহূর্তটি উঠে এসেছে htlifestyle-এর সোশ্যাল মিডিয়া পেজে।
আরও পড়ুন-'২য় বার মা হচ্ছেন এদিকে বরকে তো দেখা যায় না', ট্রোলিং-এর জবাবে কী বললেন মানসী?
আরও পড়ুন-মুম্বই থেকে কেন পালিয়ে গিয়েছিলেন? অভয় বলছেন, ‘মদ খেয়ে পড়ে থাকতাম…’
আরও পড়ুন-৩০ বছরের পুরনো স্মৃতি উসকে 'চুরা কে দিল মেরা' গানে নাচ, অক্ষয়কে ঠিক কী বললেন শিল্পা?
সুন্দর এই মুহূর্তটি মন কেড়েছে নেটিজেনদের। একজন অভিষেকের প্রশংসা করে লিখেছেন, ‘অভিষেক অনেক বড় মনের মানুষ…।’ আরও একজন লিখেছেন, ‘অভিষেক প্রকৃতপক্ষেই ওঁর প্রতি শ্রদ্ধাশীল, বিমানবন্দরেও একবার ওদের দেখা হয়েছিল।’ কারোর মন্তব্য, ‘অভিষেকের শিক্ষাদীক্ষা সত্যিই ভীষণ সুন্দর।’ তবে এর মধ্যেও নানান কথা টেনে কেউ কেউ ট্রোল করতে ছাড়েননি।
প্রসঙ্গত, শুধু অভিষেক নয়, বচ্চন বধূ ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গেও রেখার সম্পর্ক ভীষণই সুন্দর। বরাবরই ঐশ্বর্য রেখাকে মা বলে সম্বোধন করে এসেছেন। এমনকি বহুবার রেখার পা ছুঁয়ে প্রমাণও করতে দেখা গিয়েছে রাই সুন্দরীকে। এবার অভিষেকও স্ত্রীর পথেই হাঁটলেন। তবে নেটিজেনরা বলছেন, এদিন অভিষেকের পাশে ঐশ্বর্যকে তাঁরা মিস করছেন।