জন্মদিনের প্রাক্কালে আমির খান মুম্বইয়ের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে তাঁর জীবন এবং কেরিয়ার সম্পর্কে কথা বলার পর, অভিনেতা তাঁর 'পার্টনার' ওরফে প্রেমিকা গৌরীর সকলের পরিচয় করিয়ে দেন।
আমির ও গৌরী একসঙ্গে বসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। ২৫ বছর আগে দু'জনের দেখা হয়েছিল এবং মাঝে যোগাযোগ ছিল না। তবে কয়েক বছর আগে পুনরায় তাঁদের যোগাযোগ হয়। আমির সেই সময় জানা প্রায় ১৮ মাস ধরে তাঁরা একসঙ্গে রয়েছেন। আর আমির এবার গৌরী এবং তাঁর বিয়ে সম্পর্কে মুখ খুলেছেন।
আরও পড়ুন: প্রথমবার জুটিতে! অসমবয়সী বন্ধুত্বের গল্পে ভিন্ন রূপে ধরা দেবে বনি-দর্শনা!
ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা ভাবে কথা বললেন আমির
আমির খান প্রথমবারের জন্য তাঁর নতুন সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গৌরী এবং আমি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের মধ্যে আছি। আমি ইতিমধ্যেই ওঁর সঙ্গে বিয়ে করেছি, মনে মনে। এখন এটা আনুষ্ঠানিক ভাবে রূপ দেব কি না, তা সময়ের সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে।’ আমির আরও বলেন যে তাঁরা দু'জনেই একে অপরকে নিয়ে খুবই সিরিয়াস। তাঁরা একসঙ্গে তাঁদের জীবন নিয়ে এগিয়ে চলেছেন।
আরও পড়ুন: অরিজিতা থেকে মানসী, অর্পিতা, রাজদীপ 'রাণী ভবানী’র স্টার কাস্ট নজর কাড়া! আর কে কে আছেন?
আরও পড়ুন: সন্তান জন্মানোর আগেই বুকের বাঁদিকে একে অপরের নাম লিখলেন অহনা-দীপঙ্কর!
প্রসঙ্গত, গৌরী এর আগে বেঙ্গালুরুতে থাকতেন এবং এর আগেও তাঁর বিয়ে হয়েছিল। তাঁর ছয় বছরের একটি পুত্র সন্তান রয়েছে। আমির সেই সময় জানিয়েছিলেন যে তাঁর সন্তানরা এবং পরিবার গৌরীর সঙ্গে দেখা করেছে এবং সকলেই খুব খুশি।
আরও পড়ুন: ১৪-১৫ বছরের আয়েশার প্রেমে পড়েছিলেন জ্যাকি, নায়কের জন্য বাড়িও বিক্রি করেছিলেন তিনি! তারপর…
আরও পড়ুন: প্রেম করছেন সুরভি-রিয়াজ? 'আমরা কাছাকাছি এসেছি…', মুখ খুললেন অভিনেতা
অন্যদিকে, আমির এর আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন, যার সঙ্গে তার ছেলে জুনেইদ এবং মেয়ে ইরা আছে। তারপরে তিনি কিরণ রাওকে বিয়ে করেছিলেন এবং তার সেই বিয়ে থেকেও ছেলে আজাদের জন্ম। ২০২২ সালে তাঁরা বিচ্ছেদের ঘোষণা করেন।
আরও পড়ুন: পায়েলের জন্মদিনে আদুরে পোস্ট স্বামী শিখরের! জানেন তাঁর পাঞ্জাবি বরের পেশা কী?