চলতি বছরেই অভিনেত্রী অহনা দত্ত দেন সুখবর। সমুদ্র সৈকত থেকে ছবি পোস্ট করে প্রেগন্যান্সির খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী। স্বামী দীপঙ্কর দেকে পাশে নিয়ে এই সুখবর ভাগ করে নেন তিনি। অগস্টেই তাঁর কোল আলো করে আসতে চলেছে সন্তান। তার আগেই করলেন একটি বড় কাজ, জানেন তা কী?
সোমবার মধ্যরাতে অহনা একটি পোস্ট করেন। সেখানেই দেখা যায় সন্তান জন্মানোর আগে এক বিশেষ কাজ সেরেছেন তাঁরা স্বামী-স্ত্রী মিলে। নিশ্চয়ই ভাবছেন কী সেই কাজ। বুকেই বাঁদিকে তাঁরা লিখেছেন এঁকে অপরের নাম। অনেকে তা শুনে বলেন এ আর নতুন কী। বুকের বাঁদিকে থাকে হৃদয়, আর সেই হৃদয়ে ভালোবাসার মানুষের নাম তো থাকবেই। তবে সেই নাম অন্য কেউ পড়ে দেখতে পারবেন না।
আরও পড়ুন: পায়েলের জন্মদিনে আদুরে পোস্ট স্বামী শিখরের! জানেন তাঁর পাঞ্জাবি বরের পেশা কী?
তবে তাঁরা যেভাবে লিখেছেন তা সবাই পড়তে পারবেন। নিশ্চয়ই ভাবছেন সেটা আবার কী রকম? তাহলে একটু খোলসা করেই বলা যাক। সন্তান জন্মের আগে তাঁরা বুকের বাঁ দিকে একে অপরের নামের ট্যাটু করিয়েছেন।
ছবিতে স্লিভ লেস টপে দেখা যায় হবু মা অহনাকে। আর তাঁর পোশাকের ফাঁক থেকে নজর কাড়ে তাঁর নতুন ট্যাটু সেখানে লেখা দীপঙ্করের নাম। অন্যদিকে, দীপঙ্করকে দেখা যায় স্যান্ড গেঞ্জিতে। তাঁরও বুকের উপর লেখা অহনার নাম। অহনা তাঁদের এই নতুন ট্যাটুর ছবি অনুরাগীদের সঙ্গে সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নেন। তাঁদের এই পোস্ট প্রকাশ্যে আসতেই তাঁদের একরাশ ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
আরও পড়ুন: প্রেম করছেন সুরভি-রিয়াজ? 'আমরা কাছাকাছি এসেছি…', মুখ খুললেন অভিনেতা
প্রসঙ্গত, মায়ের অমতে বিয়ে করেছিলেন নায়িকা। তাই তাঁর মা হওয়া খবর পাওয়ার পরও মা চাঁদনী কোনও রকমের খোঁজ খবর নেননি। অহনা প্রথম ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-তে কাজ করার সময় দীপঙ্করের প্রেমে পড়েন। তখন সদ্য ১৯ বছরে পা রেখেছেন অহনা। সিরিয়ালের মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়। তবে বয়সে বড়, ডিভোর্সি দীপঙ্করের সঙ্গে সম্পর্ক মানতে পারেননি অহনার মা চাঁদনী। তা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চলে কাদা ছোঁড়াছুড়ি। এখন অবশ্য অনেকটাই শান্ত। তবে তারপর থেকেই মায়ের সঙ্গে আর কথা নেই অহনার। নেটপাড়ার অনেকেরই প্রিয় জুটি এখন অহনা আর দীপঙ্কর। এখন দেখার অগস্টে ছোট্ট রাজকন্যা না রাজপুত্রের জন্ম দেন অহনা।