সুরভী মল্লিক এবং রিয়াজ লস্করকে বর্তমানে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’তে দেখা যাচ্ছে। মেগায় তাঁদের মধ্যে বিশেষ সখ্যতা না থাকলেও অফস্ক্রিনে তাঁদের বন্ধুত্ব বেশ জমজমাটি। কিছুদিন আগেই রিয়াজের বাড়িতে ঘুরতেও গিয়েছিলেন নায়িকা, রিয়াজের ভ্লগে তাঁদের সেই সব মিষ্টি মুহূর্তের ছবি ধরা পড়েছিল। তাছাড়াও রিয়াজের ভ্লগে মাঝে মাঝেই নজর কাড়তে দেখা যায় সুরভিকে। আর এই সব কিছুর মাঝেই গুঞ্জন তাঁরা নাকি প্রেম করছেন? এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা।
আরও পড়ুন: সাদাকালো ছবি দিয়ে মল্লিকাকে জন্মদিনের শুভেচ্ছা চান্দ্রেয়ীর! কী লিখলেন শ্রীতমা-গীতশ্রীরা?
আজকাল ডট ইনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নায়ক বলেন, ‘আমি আর সুরভি একে অপরের খুব ভাল বন্ধু। সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো দেখে আমরা নিজেরাই একে অপরকে শেয়ার করি আর হাসি! শুধু সুরভি নয়, উদয়, অনামিকা—আমরা সবাই মিলে খুব ভালো সময় কাটাই। কাজের সূত্রে আমরা কাছাকাছি এসেছি, কিন্তু বন্ধুত্বটা একেবারে খাঁটি। প্রেম? না রে ভাই, কিছুই না!’
রিয়াজ আরও বলেন, ‘দর্শক ভাবতেই পারেন, কিন্তু আমাদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই। কাজ করতে করতে যে সংযোগ তৈরি হয়, সেটা নিয়েই আমরা খুশি। কিছু কিছু বন্ধুত্ব থাকে, কিছু থাকে না… কিন্তু আমি বিশ্বাস করি, সুরভির সঙ্গে আমার বন্ধুত্বটা থাকবে অনেকদিন।’
আরও পড়ুন: ১৪-১৫ বছরের আয়েশার প্রেমে পড়েছিলেন জ্যাকি, নায়কের জন্য বাড়িও বিক্রি করেছিলেন তিনি! তারপর…
প্রসঙ্গত, এর আগে অভিষেক বসুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন সুরভী। ‘গঙ্গারাম’ ধারাবাহিকে কাজ করতে গিয়ে আলাপ হয় তাঁদের দু'জনের। সেখান থেকেই বন্ধুত্ব আর প্রেম অভিষেক ও সুরভীর। দিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে তখন সদ্য প্রেম ভেঙেছিল নায়কের। অভিষেকের ভাঙা মনে ভালোবাসার মলম লাগিয়েছিলেন সুরভী। কথা ছিল বিয়েও করবেন দু'জনে। তারপর তাঁদের প্রেম ভেঙে যায়।
কাজের সূত্রে, 'গাঁটছড়া' ধারাবাহিকের হাত ধরে বিনোদন জগতে পা রেখেছিলেন রিয়াজ। সেখানে তাঁকে অনুষ্কা গোস্বামীর বিপরীতে দেখা গিয়েছিল। তারপর আকাশ আটেও নায়ককে দেখা যায়। এরপর 'পরিণীতা' ধারাবাহিকে নায়ক 'রায়ান' -এর ভাই 'মল্লার'-এর চরিত্রে নজর কাড়েন। অন্যদিকে, 'ইরাবতীর চুপকথা' ধারাবাহিকের হাত ধরে বিনোদন জগতে পা রাখেন সুরভী। তারপর 'গঙ্গারাম', 'হরগৌরী পাইস হোটেল'-সহ একাধিক মেগায় নজর কাড়েন তিনি। বর্তমানে 'পরিণীতা' ধারাবাহিকে তাঁকে 'রায়ান'-এর প্রিয় বন্ধু তথা প্রাক্তন প্রেমিকা ‘শিরীন’-এর ভূমিকায় দেখা যাচ্ছে।