কথায় আছে কর্মস্থানে নাকি ভালো বন্ধু পাওয়া দুস্কর, তার মধ্যে তা যদি হয় বিনোদন জগৎ। অনেকেই বলতে শোনা যায় নায়িকারা নাকি একে অপরের ভালো বন্ধু হতে পারেন না। তবে সেই সব কথাকে একেবারে নস্যাৎ করে বছরের পর বছর ধরে টলিপাড়ায় যাঁদের বন্ধুত্ব অটুট তাঁরা হলেন চান্দ্রেয়ী ঘোষ, মল্লিকা মজুমদার, শ্রীতমা রায় চৌধুরী, গীতশ্রী রায়। তাঁদের লেডি গ্যাং বেশ জনপ্রিয়। তাঁদের সখ্যতা টলিপাড়ার চর্চার বিষয়।
আর আজ তাঁদের মধ্যে মল্লিকার জন্মদিন। তাই স্বাভাবিক ভাবেই বন্ধুদের গ্রুপের অন্যান্য সদস্যরা তাঁকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরে দিয়েছেন। ছোটো পর্দার জনপ্রিয় মুখ মল্লিকা মজুমদার। কখনও স্নেহময়ী মা তো কখনও দাপুটে ভিলেন, আবার কখনও আদর্শবান শিক্ষিকা সব চরিত্রেই তিনি মানানসই। আজ তাই তাঁর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়ে কলম ধরলেন তাঁর বন্ধুরা।
আরও পড়ুন: ১৪-১৫ বছরের আয়েশার প্রেমে পড়েছিলেন জ্যাকি, নায়কের জন্য বাড়িও বিক্রি করেছিলেন তিনি! তারপর…
চান্দ্রেয়ী তাঁদের বেশ কয়েকটি সাদা কালো ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, 'আমি জানি এই জন্মদিনটা তোর জন্য একটু স্নিগ্ধ এবং আজ তোর জন্মদিনে, আমার সবচেয়ে বার বার শোনা লাইন হল 'ক্যাসে হো তুম'। তুই ঠিক থাক। ভালো থাক। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরও অনেক অন্যদিনের জন্মদিন এবং তার সঙ্গে নানান রকমের পোস্ট আসবে। এই বছর সাদা কালোই থাক। শুধু তোর দিনগুলো রঙ্গিন থাক। তোর মন সব সময় ভালোবাসায় রাঙা থাক।'
অন্যদিকে, শ্রীতমা মল্লিকার সঙ্গে নিজের ছবি পোস্ট করে লেখেন, ‘আমার দেখা সবচেয়ে দয়ালু এবং সেরা মানুষের জন্য শুভ জন্মদিন! তোমাকে ভালোবাসি। @mallikamazumderদিদি!! সবসময় খুশি থাকো এবং আমি শুধু প্রার্থনা করি যে জীবন তোমাকে সেরাটা দিয়ে অবাক করে দিক।’
তিনি ছাড়াও তাঁর আর এক সখী গীতশ্রীও তাঁদের নানা মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে লেখেন, ‘শুভ জন্মদিন মল্লিকা দি.. জীবনে তুমি যা চাও তার সবই পাও এই কামনা করি.. তোমাকে ভালোবাসি.. সব সময় হাসতে থাকো… তুমি খুব স্পেশাল। তুমি যেমন আছো তেমনই থাকো, মিষ্টি আর মার্জিত…।’ তাঁদের এই পোস্টগুলি দেখে ভালোবাসায় ভরে দিয়েছেন অনুরাগীরা।
আরও পড়ুন: ভারতীর জন্ম দিতে চাননি তাঁর মা! ‘কোনও ডাক্তার…’, কারণ জানলে অবাক হবেন
কাজের সূত্রে, স্টার জলসার ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে ‘সুধা’র মায়ের চরিত্রে দেখা যাচ্ছে মল্লিকাকে। এই মেগাতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গীতশ্রীও। তাছাড়াও মল্লিকাকে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে 'রত্না'র চরিত্রে দেখা যায়। অন্যদিকে, ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে শ্রীতমাকে নেতিবাচক চরিত্রে বর্তমানে দর্শকরা দেখতে পাচ্ছেন। চান্দ্রেয়ীকে 'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখেন দর্শকরা।