জ্যাকি শ্রফ এবং আয়েশা প্রেম করে বিয়ে করেছিলেন। তাঁদের দু'জনের সম্পর্কে অনেক ওঠা নামা এসেছে। আয়েশা সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন, তিনি ধনী ছিলেন। অন্যদিকে, জ্যাকি শ্রফ একটি একতলা ঘরে থাকতেন। বর্তমানে জ্যাকি জানান কীভাবে আয়েশা একটা স্বাচ্ছ্বন্দ্যের জীবন ছেড়ে জ্যাকির সঙ্গে এসে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। পাশাপাশি অভিনেতা এও জানান তাঁর জন্য সেই সময় আয়েশাকে অনেক সমস্যার মুখোমুখিও হতে হয়েছিল।
জ্যাকি বলেন, 'আমার বাড়ি ৩০ টাকায় চলত আর আমি এক চালায় থাকতাম। আমার কাছ থেকে কারোরই কোনও প্রত্যাশা ছিল না। আমার স্ত্রী আমার সঙ্গে সেই এক চালায় এসে থাকা শুরু করেন। তিনি বাথরুমে যাওয়ার জন্যও লাইনে দাঁড়াতেন। আমি ৩৩ বছর ধরে এক চালায় থাকতাম।'
আরও পড়ুন: ভারতীর জন্ম দিতে চাননি তাঁর মা! ‘কোনও ডাক্তার…’, কারণ জানলে অবাক হবেন
জ্যাকি জানান যে, আয়েশার বাবা বীর চক্র পুরষ্কারে ভূষিত হয়েছিলেন। তিনি একজন এয়ার ভাইস মার্শাল ছিলেন। জ্যাকির কঠিন দিনগুলিতে আয়েশা জ্যাকিকে আর্থিক ভাবেও সাহায্য করেছিলেন। জ্যাকি বলেন, 'আমার স্ত্রী ওঁর বাড়ি বিক্রি করে দিয়েছিলেন যাতে আমি একটা বাড়ি কিনতে পারি। ও সব সময় আমার যত্ন নিত।'
এই সব থেকে খুব স্বাভাবিক ভাবেই একটা প্রশ্ন জাগতে পারে যে, তবে কি এই সম্পর্কে আয়েশার বাবার আদৌও সম্মতি ছিল? এই প্রসঙ্গে জ্যাকি বলেন, 'না, ওঁর কোনও সমস্যা ছিল না। তিনি সম্ভবত জানতেন যে আমার উদ্দেশ্য ভুল ছিল না। তিনি আমার উপর বিশ্বাস রেখেছিলেন। আর আমি কখনও ওঁর বিশ্বাস ভঙ্গ করিনি।'
আরও পড়ুন: ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির শুভ মহরৎ! সব্যসাচী, পায়েল, সাহেবদের হাত ধরে নতুন শুরু সায়ন্তনের
কীভাবে তাঁরা দু'জন প্রেমে পড়েছিলেন?
জ্যাকি জানান যে, তিনি প্রথম দেখাতেই আয়েশার প্রেমে পড়ে গিয়েছিলেন। জ্যাকি বলেন, 'আয়েশা বাসে যাচ্ছিল এবং আমি বাইকে ছিলাম। ওটা আমার বন্ধুর বাইক ছিল। আমি ওঁর বিল্ডিংয়ে যাচ্ছিলাম কারণ ওঁর একটি পুল টেবিল ছিল। পথে আমি আয়েশাকে দেখতে পাই। আয়েশা বাসে বসে ছিল এবং ওঁর হাতে একটা পতাকা ছিল। ও মার্চ পাস্ট থেকে ফিরছিল। তখন ওঁর বয়স সম্ভবত ১৪-১৫ বছর ছিল। ওঁকে দেখে আমি নিজেকে বলেছিলাম যে আমি ওঁকেই বিয়ে করব।'
জ্যাকি জানান যে, যখন আয়েশা নেমে আসে, তখন ওঁরা দু'জনেই কথা বলে এবং তারপর ২ দিন পর আয়েশার বন্ধু জ্যাকিকে বলেন যে, আয়েশা মনে করেন তোমার অভিনেতা হওয়া উচিত। এরপর জ্যাকি এবং আয়েশা একসঙ্গে অডিশন দিতে যান, কিন্তু তিনি সেই সময় সুযোগ পাননি। তবে, দু'জনেই একে অপরের প্রেমে পড়ে যান।
জ্যাকি আরও জানান যে, তাঁরা দু'জনেই ‘তেরি বাহোঁ মে’ সিনেমার জন্য একসঙ্গে অডিশন দিয়েছিলেন সেখানে জ্যাকি সুযোগ পাননি কিন্তু আয়েশা নায়িকার ভূমিকা সুযোগ পেয়েছিলেন।