এবার অসমবয়সের বন্ধুত্বের গল্পে বনি সেনগুপ্ত। আর তাঁর সঙ্গে এই প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছন দর্শনা বণিক। একজন মানুষের জীবনে বন্ধু কতটা গুরুত্বপূর্ণ তা দেখা যাবে বনি-দর্শনার এই নতুন ছবিতে। ছবির নাম ‘কেয়ার অফ এ জার্নি’। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক প্রতীক সরকার৷ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে তৃষানজিৎ চৌধুরীকে।
‘কেয়ার অফ এ জার্নি’-এর গল্প
ছয়-সাত বছরের ছেলে ‘পাটু’, তার তিন কুলের কেউ নেই। বৃদ্ধা ঠাকুমার সঙ্গে সে বাস করে পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে। তার মা অনেক দিন আগেই মারা গিয়েছে। বাবা তাদের ছেড়ে চলে গিয়েছে শহরে। কিন্তু তার মন বাবাকে দেখতে চায়, তাই একদিন গরমের ছুটিতে কাউকে না জানিয়ে 'পাটু' একা পাড়ি দেয় শহরের উদ্দেশ্য বাবাকে খোঁজার জন্য।
কিন্তু শহরে সে কাউকে চেনে না, বড় শহরে আরও একা হয়ে পড়ে। তার মধ্যেও বাবাকে খুঁজে চলে তার মন। হঠাৎ দেখা হয় ‘বামা’ নামে একজনের সঙ্গে। যদিও ‘বামা’ বয়সে অনেকটাই বড়ো ‘পাটু’র থেকে। কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে। আর সেখানে দেখা 'রুমেলা'র সঙ্গেও। শুরু হয় গল্পের মূল প্লট। ‘পাটু’র বাবাকে খোঁজার জন্য এক জার্নি শুরু হয় ‘বামা’ আর ‘পাটু’র, সঙ্গে জড়িয়ে পড়ে রুমেলা৷ কিন্তু শেষ পর্যন্ত কি বাবাকে খুঁজে পাবে 'পাটু'? গল্প কোন দিকে মোড় নেবে? সেই সব নিয়ে আসছে ‘কেয়ার অফ এ জার্নি’।
ছবিতে ‘বামা’র চরিত্রে দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্তকে। 'পাটু'র ভূমিকায় থাকবে তৃষানজিৎ। ছবিতে রুমেলার চরিত্রে দেখা যাবে দর্শনাকে। ছবিতে থাকবে বেশ কয়েকটি গান। ছবির সিনেমাটোগ্রাফি করছেন সুপ্রিয় দত্ত। ছবির শ্যুটিং হবে কলকাতা শহর ও তার আশপাশে। এক মাটির গল্প বলবে এই ‘কেয়ার অফ এ জার্নি’। ছবিটি মুক্তি পাবে মহাদিগন্ত কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কের ব্যানারে ময়ূখ দাসের প্রযোজনায়। ছবির শ্যুটিয়ের দ্বায়িত্বে রয়েছেন স্বপন শীল। ছবির চিত্রনাট্য লিখেছেন ঋষি ঘটক ও শিঞ্জন বসু। খুব তাড়াতাড়ি ছবির শ্যুটিং শুরু হতে চলেছে।

ছবি প্রসঙ্গে দর্শনা বনিক বলেন, ‘এটা একটা বন্ধুত্বের গল্প। বন্ধুত্বের কোনও সীমা হয় না। বামা আর পাটুর এবং সঙ্গে রুমেলার বন্ধুত্ব এই ছবির প্রাণ। পুরোপুরি মাটির গল্প বলবে এই ছবি। আমি প্রথমবার সম্পূর্ণ আলাদা চরিএে ধরা দেব, একটু ভিন্নধর্মী চরিএের খিদে সমস্ত অভিনেতা অভিনেএীর থাকে। আমার কাছে রুমেলার চরিএ খুবই চ্যালেঞ্জিং। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’